আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
ভিক্ষা তো ভিক্ষাই
তা থালার আসলে আধুলির হাইজাম্প হোক, অথবা
আচল-পাঞ্জাবির চোঙ্গে হোক আশ্বাসের মিঠাই। তা তো ভিক্ষাই।
'মুখে ও ভাই চাইড্ডা খয়রাত দেন' নয়তো
'ভাইজান-আপা-খালামনি, ভোটটা আমারে দিয়েন' হোক তা বাঁধে সে একই ফিতাই। তাই ভিক্ষা তো ভিক্ষাই। এর নেই অন্য এলিয়েন বিদ্যাই।
এটা ডাইরেট খয়রাত।
কেউ টিনের থালায় আসন চায় তামা-পাতিলের কড়ি-কানা
কেউ চিনের কংফু স্টাইলে আসন চায় জহরতের জীবন খানা। তা হোক শিক্ষা -অশিক্ষার ফারাক নিয়ে দুই মেরু
তা হোক ওস্তাদ ছাড়া ভিক্ষারী অথবা দেশমাথা কোন দিক্ষার গুরু
তা তো বাংগালীর ভাষায় চাওয়া চাওয়ী স্বভাবের শুরু। তাই খয়রাতি তো খয়রাতিই। সে ভোট চাক বা নোট চাক
সে মহান সংসদের দাবী চাক বা খিলগাঁও রেলগেটে ফুটপাতে চাক।
সে সুবিশাল মঞ্চে আড়ংএর পাঞ্জাবিতে সুভাসে মাতাক
অথবা ছেড়া গেঞ্জিতে ময়লার কারখানা হয়ে দাড়াক, সে তো শালা ফহির, জনম ফহির। তাই ফহিরের তো স্বভাব ফহিরগিরি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।