আমাদের কথা খুঁজে নিন

   

খয়রাতি বিশ্ববিদ্যালয়

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

শুধু "ইউডা" বললে অনেকেই চিনবেন না। সোডা-কোডা-ইউডা বললে হয়তো সহজেই চিনবেন। হাতে বেশ কিছু সময় আছে তাই ভাবলাম কি করা যায়? নাই কাজ তো খই ভাজ। একজন কইলো এমবিএ কর আখেরে কাজে দিবো। ভাবলাম যে যুগের যে ভাও, করেই ফেলি।

কোথায় করবো? প্রথম টারগেট ছিল ফার্মগেটের গ্রীন ইউনিভার্সিটি। টাকা লাগবে ৭০,০০০.০০। এতো টেকা পামু কই। কারন এতো টেকা বাপে দিতে পারবো না। এমবিএ করতে হইলে নিজের টেকা দিয়াই করতে হবে।

এক বড় ভাই ছিল ইউডার মাস্টার। কইলো এইখানে ভর্তি হ। কিস্তিতে (মাসে মাসে) টেকা দিতে পারবি। স্কলারশীপ পাবি। সব মিলায়া খারাপ হবে না।

তো কি আর করা, ভর্তি হয়া গেলাম খই ভাজার জন্য। খয়রাতির(স্কলারশীপ)(খয়রাতি নামটি এক ক্লাসমেটের দেয়া) কারনে টেকা দিতে খুব কষ্ট হয় নাই। কেমনে কেমনে ২ বছর পাড়ি দিয়া ফালাইলাম টেরই পাইলাম না। একদিন শুনি এমবিএ পাশ কইরা ফালাইছি। এখন কি করা লাগবো? পোলাপাইন কইল ট্রান্সক্রীপ্ট তুলা লাগবো।

এই একটা কাগজের লাইগা ঘুরতে হইলো ৫/৬ দিন। আজ এ কাগজ, কাল অমুকের স্বাক্ষর পরশুদিন কয় ছবি আনো। কত বায়না। দুই বছর পড়তে যা কষ্ট তার চেয়ে কষ্ট হইছে এই ট্রান্সক্রীপ্ট তুলতে। এরই মধ্যে বাসায় চিঠি গেছে ৩০০০.০০ টেকা দেওন লাগবো।

ক্যান? কনভোকেশন না কি জানি কয় ওইডা হইবো। পাশ দিয়াও দেখি শান্তি নাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।