কয়েকদিন আগে ইংল্যান্ডের জনপ্রিয় দৈনিক পত্রিকা "দি সান "এ একটি কলাম পড়লাম। কেমব্রীজে পড়ুয়া অনেক মেয়ে তাদের টিউশান ফি যোগাতে সেক্স বিক্রি করে।
ছোটকালে বইয়ে পড়েছি "চরিত্র মানুষের অমূল্য সম্পদ"। কিংবা "চরিত্রহীন মানুষ পশুর সমান"। অথবা "চরিত্র হারালে তো সবকিছুই হারালে"।
আমরা বইয়ে পড়েছি এবং শিখেছি মেয়েদের ইজ্জত স্বতীত্ব তাদের কাছে জীবনের চেয়ে অনেক মূল্যবান। এগুলো রাস্তাঘাটে বিকিয়ে দেয়ার বিষয় নয়। জীবনে র যে কোন দূরূহ অবস্থাতে ও নয়।
বিদ্যা অর্জনের মত বিষয়ের জন্যতো প্রশ্নই উঠেনা।
কিন্তু এই বিষয়টি কি ঐসব কেমব্রীজে পড়া মেয়েদের বইতে লিখা নাই ?
যে বিদ্যা অর্জনের জন্য নিজের সবচেয়ে মূল্যবান সম্পদটা বিক্রয় করতে হয় সে বিদ্যার মূল্য কি?
বিদ্যা মানুষকে বড় করে ,ইজ্জত সম্মান বৃদ্ধি করে।
কিন্তু ইজ্জত বাড়াতে ইজ্জত বিক্রি কেন ?
যে বিদ্যা মানুষকে চরিত্রবান হতে শেখায় সে বিদ্যা অর্জন করতে চরিত্র বিকিয়ে দেয়ার বিষয়টি আমার কাছে বোদগম্য নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।