আমাদের কথা খুঁজে নিন

   

মেরি ইজ্জত লুট গেয়ী

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

দিন যে আমার শেষ কবে ভালো গেছে সেইডা মনে করতে "আয়না পড়া" লইতে হইবো। ইদানিং বড় বেদানিং মনে হইতাছে আমার। এমুন শনির দশা প্রতি সপ্তাহে লাগলে সন্নাসী হওন কনফার্ম হইয়া যাইবো- এই থেটারিং এও কাজ হইতাছে না, তয় সমস্যা হইলো থেটারিংটা দিলাম কারে? ঘটনার পেন্টু খুইলা কই: আজকা সকালে একুশে বাসে উঠিয়া দেখি পানিতে বাস ভাইসা গেছে। কন্টাক্টররে ডাইক কইলাম," টয়লেট মনে কইরা বাস ইউজ করছিলি নাকি? : কি কন উল্টা পাল্টা? রাইত ভইরা নাক ডাইকা ঘুমাইলে টের পাইবেন কেমনে? রাইট ভইরা বৃস্টি হইছে। : আব্বে বৃস্টি কি বাসের ভিতর হইছে? : জানলা আর ছাদের ভেন্টিলেটার লাগান আছিলো না! যাই হোউক, জানালার পাশে জব্বর একখান সীট চয়েজ কইরা বইসাই ঘুম। ঘুম ভাঙলো গুলশান ১ এ আইসা। নাইমা যে হাটা ধরলাম মনে হইলো জীনসের পিছনে কি জানি লাইগা আছে। হাত দিতেই বুঝলাম আসলে ভিজা সীটে বসনে সীটের পানি চুম্মা দিছে! আর যাই কই, আমার প্যান্টের পিছন ভিজা নিয়াই অফিস ঢুকতে হইলো আর শুরু হইয়া গেলো একেক জনের ছিড়ু কমেন্ট! ১) কিরে ভাই, টয়লেটে কি প্যান্ট পইড়াই গেছিলেন? ২) ভাইজান, প্রানের আচার কেমনে খাইলেন? ৩) ভাইজান, আপনার পিছনে কোন দেশের মানচিত্র? ৪) ভাইজান, কোনো বদ জায়গায় বসেন নাই তো, কেমন যেনো বাস আইতাছে? একটু রুম এসপ্রে লাগিয়ে নেই! ৫) কি হইছিলো কন তো দেখি, দাবড় টা কে দিছে, রাইতের যার সাথে ছিলেন সে নাকি পুলিশ নাকি হোটেলের দারোয়ান? আরো আছে, যেগুলান বলা তো দূরের কথা শোনাও কস্টকর! আমার মান সম্মান অপমান ধুলায় মিটা গেলো! কুটিকালে হিন্দি সিনেমায় একটা জটিল ডায়লগ আছিলো: মেরি ইজ্জত লুট গেয়ী..... অখন এই ডায়লগ দিবার মন চাইতাছে! আরও ঘটনা বাকি আছে, একটু পর গুলশানের একটা কোম্পানীর হেড অফিসে মিটিং, ২ টার পর আন শিডিউলড মিটিং। অখন প্যান্ট কেমনে শুকাই সেই চিন্তায় আছি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.