আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ষিতা হলে কি মেয়েদের ইজ্জত চলে যায়?



একটা মেয়ে ধর্ষিতা হলে কি তার ইজ্জত চলে যায়? যেমন বলা হয়, ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে ধর্ষিতা হলে মেয়েদের ইজ্জতহানি হবে কেন? তাদের সম্মানহানি হবে কেন? যে মেয়েটি ধর্ষিতা হল সেতো কোনো অন্যায় করেনি, উল্টো অন্যায়ের শিকার হয়েছে। তাহলে মেয়েটির ইজ্জত কেন যাবে? আমিতো মনে করি যে ধর্ষন করে তার ইজ্জত যায়। কারণ সে একটা অন্যায় করেছে। আমাদের মধ্যে এমন একটা মানসিকতা গড়ে তোলা উচিত যে ধর্ষিতা কোনো মেয়েকে যেন আলাদা দৃষ্টিতে দেখা না হয়।

সে আগের মতই যেন স্বাভাবিক জীবন যাপন করতে পারে। ধর্ষিতা হলেই যে তার কোনোকিছু খোয়া গেল, তার জীবনের বিরাট ক্ষতি হয়ে গেল এরকম যেন আমরা না ভাবি এবং ধর্ষিতা মেয়েটিও যেন এরকম ভাবতে না পারে সেরকম পরস্থিতি সৃষ্টি করতে হবে। অন্যদিকে ধর্ষনকারীর অবশ্যই দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। সামাজিক ভাবেও তাকে বয়কট করা উচিত। আমাদের সমাজে প্রচলিত ধারণা হল ধর্ষিতা মেয়েদের বিয়ে হবে না (আমাদের সমাজে ছেলেদের ক্ষেত্রে বলা হয়, তারা বিয়ে করে আর মেয়েদের ক্ষেত্রে বলা হয়, তাদের বিয়ে হয়।

এভাবে বলাটাও আমি সাপোর্ট করি না) বা হলেও তার জন্য সেরকম ভাল পাত্র পাওয়া যাবে না। এখানেও আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। একটি মেয়ে যদি ভাল মনের অধিকারী হয় তবে তাকে আমার বিয়ে করতে সমস্যা কোথায়? (ধর্ষিতা মেয়েদের প্রতি করুনা দেখানোর জন্য কথাটা বলিনি) বিয়ের সময়তো আমি মেয়েটা কেমন সেটা দেখব, সে ধর্ষিতা এটা আমার কাছে একটা বিষয় কেন হবে? সমাজের ভালো মনের মানুষদের (নারী পুরুষ নির্বিশেষে) এই ব্যাপারে এগিয়ে আসা উচিত। তবে তাদের প্রতি করুনা দেখানো হোক সেটা বলছি না। অর্থাৎ আমি বলতে চাই অন্য একটা মেয়ের সাথে আমরা যেন একজন ধর্ষিতা মেয়ের পার্থক্য না করি।

আমার উদাহরণ দিতে গেলে বলতে পারি, ধরুন, আমি একটা মেয়েকে ভালবাসি, দুর্ঘটনাবশত সে যদি ধর্ষনের স্বীকার হয় তবে তার প্রতি আমার ভালবাসা আগের মতই থাকবে, তার সাথে আচরনেও আমার কোনো পার্থক্য হবে না এবং অবশ্যই তাকে আমি বিয়ে করব। (করুনা করে নয়)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.