আমাদের কথা খুঁজে নিন

   

পাইলট বেসিসে ১০/১২টা কমিউনিটি রেডিও

আমি কাক নই, আমি মানুষ...

বাংলাদেশে কমিউনিটি রেডিও আন্দোলন নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এ. এইচ. এম. বজলুর রহমান। তার প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন [বিএনএনআরসি] দেশের বিভিন্ন স্থানে স্থানীয়ভাবে নলেজ সেন্টার গড়ে তুলে সেখানকার জনগণকে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করছেন। একটি নলেজ সেন্টারই হবে একটি পূর্ণাঙ্গ কমিউনিটি রেডিও স্টেশন। এর পাশাপাশি জাতীয় পর্যায়ে সরকার যাতে করে কমিউনিটি রেডিও স্টেশনের অনুমোদন দেয় সেজন্য অব্যাহতভাবে অ্যাডভোকেসি করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তিনি বলেন, ২০০৩ সালে বাংলাদেশ স¤প্রচার আইনের যে খসড়া তৈরি করা হয়েছে তা যাতে পাস হয় সে ব্যাপারে আমরা সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি।

তবে তার আগে সরকারের কাছে আমাদের দাবি, এখনই পাইলট বেসিসে ১০/১২টা কমিউনিটি রেডিও স্টেশনের অনুমোদন দেয়া হোক। পরে ভালো-মন্দ ফলাফল বিচার করে ভবিষ্যতে পূর্ণাঙ্গভাবে কমিউনিটি রেডিও স্টেশনের অনুমোদন দেয়া যেতে পারে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আন্তর্জাতিকভাবে যেসব প্রতিষ্ঠান কমিউনিটি রেডিও নিয়ে কাজ করছে বিএনএনআরসি তাদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছে। তিনি উল্লেখ করেন, সার্ক দেশভূক্ত দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা ও আফগানিস্তানে কমিউনিটি রেডিও আছে অথচ বাংলাদেশে নেই। তিনি জানান, ভারত সরকার অতিস¤প্রতি কমিউনিটি রেডিও অনুমোদন করেছে।

জাতিসংঘের বিভিন্ন সংস্থার উদ্যোগে প্রায় চার হাজার কমিউনিটি রেডিও স্টেশন স্থাপনের জন্য বিভিন্ন এনজিওকে সহায়তা প্রদানও করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।