বিরহ না থাকলে মনে হয় ভালোবাসার তীব্রতা উপলব্ধি করা যায়না। লোকে বলে চোখের বাহির তো অন্তরের বাহির। কিন্তু আমার বেলায় তেমনটা হলোনা।
একটিবার আমার সাথে দেখা করার জন্য তুমি কত কাকুতি মিনতি করেছো। আমি ইচ্ছে করেই দেখা করতাম না।
একটু হাত ধরতে চাইতে। কিংবা ভালোবাসি কথাটা শুনতে চাইতে। আমি নীরব রইতাম। ভাবতাম যা পাবোনা তা নিয়ে বাড়াবাড়ি করার দরকার কি ?
মাঝে মাঝে বুকে মাথা রেখে অঝোরে কাদতে তুমি। কেন কাদতে তা আমার আজও জানা নেই।
চোখ মুছিয়ে দিতাম। বলতাম এই সুন্দর দুটি চোখে বরষা কেন ?
উত্তর ঐ এক চিলতে অপরূপ হাসি।
তাকিয়ে রইতাম তোমার দিকে। দুহাত দিয়ে তোমার মুখখানা চেপে ধরে কাছে টানতাম। তুমি চোখ বন্ধ করে রাখতে।
গরম নিশ্বাসের ঝাপটা লাগতো আমার মুখে।
কিছুক্ষণ এভাবেই কেটে যেতো। তোমার উষ্ন সেই ঠোটে চুমো দেয়ার সাহস আমার হতোনা।
কিন্তু আজ আমি সেই ঠোটে চুমো দিতে চাই। তোমাকে প্রাণভরে ভালোবাসি বলতে চাই।
আমার হাতদুটো তোমার হাতে রেখে বলতে চাই "কখনও ছেড়ে যাবোনা"।
নাহ সেটা আর সম্ভব নয় এখন।
মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে ...........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।