আমাদের কথা খুঁজে নিন

   

আগামীকাল ঈদের বিশেষ টেলিফিল্ম 'রূপার মুদ্রা'

নিজেকে খুঁজি নিজের ভিতর

আগামীকাল (বুধবার) বিকাল ৩:৪৫ মিনিটে আরটিভি-তে প্রচারিত হবে ঈদের বিশেষ টেলিফিল্ম 'রূপার মুদ্রা' রচনা : তৌহিন হাসান পরিচালনা : দীপংকর দীপন। ক্যামরায় : নেহাল কোরাইশী। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এক ছাত্র রায়হান। তার শখ প্রাচীন মুদ্রা সংগ্রহ করা। সে একদিন খোঁজ পায়, দিনাজপুরের সেতাবগঞ্জে এক জুয়েলারি দোকানের মালিকের কাছে বাদশাহ আকবরের সময়কার একটি দুর্লভ রূপার মুদ্রা আছে।

সে ছুটে যায় দিনাজপুর। জানা যায় মুদ্রাটি আছে গ্রামের এক বুড়ির কাছে। বুড়ি মুদ্রাটি কোনোভাবে দিতে রাজি হয় না। বুড়ির বিশ্বাস এই রূপার মুদ্রায় বাদশাহ আকবরের অভিশাপ আছে। দিনাজপুর গিয়ে রায়হানের সঙ্গে পরিচয় হয় রেল বাস-স্টেশন মাস্টারের মেয়ে রেবুর সঙ্গে।

রায়হান জানতে পারে রেবুর জীবনের এক দুঃসহ গল্প। রূপার মুদ্রার অভিশাপ আর অন্যদিকে রেবুর জীবনের গল্প, মিলেমিশে একাকার হয়ে যায়। অভিনয় করেছেন অপুর্ব, তিন্নি, ম ম মোর্শেদ,বিপ্লব প্রসাদ, শিরীন আলম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।