আমাদের কথা খুঁজে নিন

   

অধিক ভালোবাসার বিড়ম্বনার ফল

সুখীমানুষ

এমনিতেই ঈদের দিন ঘরে ঘরে প্রতিঘরে টুকটাক খেতে হয়। ঈদের দিন রাত্র ৩ টায় রওয়ানা হয়ে ভোর ৬ টায় গিয়ে পৌছলাম কুমিল্লায় দেশের বাড়ীতে। মা বাবাকে ঈদের সালাম করে, নামাজ পড়ে সন্ধার দিকে চলে আসলাম ঢাকায়। আর পথে পথে বহু ঘরে গেলাম বেড়াতে। কোথাওবা ১০ মিনিট কোথাওবা ২০।

ধরাটা খেলাম ঢাকায় এসে । ভাবী'র মা হচ্ছেন খাওয়া খাদ্য নিয়ে অতিরিক্ত (বিরক্তিকর পর্যায়ের) বারাবারি করার মত একজন ব্যাতিক্রমি মানুষ। মাওইমা'র ভালবাসার বারাবারি গতদিন এমন পর্যায়ের ছিল যে, পাশে বসে থেকে 'বাজান, এইটা তোমার খাইতেই হবে' টাইপের কথা বার্তা বলে বলে আমার অবস্থা করে দিলেন সাঙ্গীন (। বাসায় ফির ৭+ বার গেছি তরল-বিয়োগ করতে। আজ ময়মনসিং যাওয়ার কথা ছিল।

ময়মনসিং তো দূরের কথা এখন বিছানা থেকে ওঠে বাথরুমে যাওয়ার এনার্জি পাচ্ছিনা। শুয়ে শুয়ে তাই অধিক ভালবাসার বিড়ম্বনা ভুগে যাচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.