- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
=চলে যাওয়া কেনো=
সারাটাদিন মানুষ দেখি
এবার একটু আকাশ দেখতে চাই।
ও আমার সন্ধ্যারাতের তারা
আমার জন্য জ্বলে ওঠো ভাই।
ঘরে মানুষ, বাইরে মানুষ
ক্লান্ত আমি মানুষ দেখে
এবার না হয় অবসর
আলো-বাতাস লাগুক চোখে।
সারাটাদিন শব্দ ভাঙি
এবার একটু নিস্তব্ধতা চাই
ও আমার রাতের জোনাকি
আমার জন্য জেগে ওঠো ভাই।
এতো চাওয়া-পাওয়ার মাঝে
এ চাওয়া তো বেশ কিছু নয়
আমিও তো চাইতে পারি
নিজের জন্য কিছুটা সময়।
সারাটাদিন অন্যকে দিই
কিছু সময় নিজের জন্য চাই
ও আমার আকাশছোঁয়া চাঁদ
আমার জন্য জোৎস্না বিলাও ভাই।
____________________
কন্ঠঃ অঞ্জন, সুরঃ বাপ্পা, কথাঃ জুলফিকার রাসেল, অ্যালবামঃ আবার পথে দেখা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।