আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের ব্যারোমিটার ব্লগারু

সাধাসিধে

ব্লগের প্রতিদিনকার পাঠকদের একজন আমি । কিন্তু বাংলা লেখ ায় খুব কাচা বলে লেখা হয় না। সম্প্রতি , ব্লগারু নিয়ে ব্লগে ছোটখাটো নাটক হচ্ছে । ব্লগে মারামারিতে ব্যস্ত দু'পক্ষের ভুমিকা দেখার মত । ব্লগারুকে প্রথমে একটা পোস্টে কেউ একজন মালু বলে জঘণ্য গালি দেন ।

নাজিমউদ্দিন নামের ইসলাম বিদ্বেষী(কমেন্টে তাই মনে হয়েছে) এর তীব্র প্রতিবাদ করে পোস্ট দেন । স্বাধীনতা গ্রুপ এ ঘটনার জন্য মোল্লাদের দায়ী করে তীব্র আক্রমণ চালায় । হমপগ্র পোস্ট দেন......."মুসলিমদের মুস্লিমগিরি ছুটাইতাসি" এ ঘটনায় কাঠমোল্লা গ্রুপ গা বাচানো মন্তব্য করে, মনে হতে থাকে যে তার গালির বিরুদ্ধে সোচ্চার নয় , এবং গালিটা তাদেরই দেয়া । এরপর কোন একজন দ াবী করে বসেন , ব্লগারু সাইমুমের নিক । ব্লগারু নিজেও বাচ্চার মত আচরণ শুরু করেন ।

স্বাধীনতা গ্রুপ এবার তাকে চরম আক্রমণ শুরু করে "ইলিশ দিন ত্রাণ নিন " পোস্টকে কেন্দ্র করে। যদিও আগে তারা এ নিয়ে নিশ্চুপ ছিল । কাঠমোল্লা গ্রুপ তখন মনে করতে শুরু করে ব্লগারুকে তাদের বাচাতে হবে । তারা এই ভারতীয়(নাকি ভূয়া)র পক্ষে কোমর বেধে নেমে পড়ে .................... অদ্ভূত ব্লগ , অদ্ভূত ব্লগের রাজনীতি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.