আমাদের কথা খুঁজে নিন

   

আমার মাহি . . .

হরবর করে কথা বলি, মনে যা আসে, পরে ভাবি কেন বললাম . . .

প্রথমপাতার প্রথম পোস্ট সবচেয়ে মনের কাউকে নিয়ে লিখলাম। মায়ের পর সবচেয়ে আহলাদের মানুষ আমার মাহি . . . ছোট্টকালে আম্মার দুই দাঙ্গা পুলিশের(বড় ভাইরা) হাতে নিয়মিত ধোলাই খেতে খেতে আমরা চারআনা-আটআনা পিচ্চিগুলার এইম ইন লাইফ ঠিক হইছিল, ওদের পুচকিগুলারে রামধোলাই না খালি,পারলে লক্ষন কিবা হনুমানধোলাই ও দেওয়া !!!! ২০০২ তে আমাদের দুনিয়াজুড়ে দুই রাজকন্যা যখন আসলো, আমরা ওনাদের সামনাসামনি ঐ খায়েস জানালাম। ঠিক করলাম, একটু সাইজের হোক নাইলে তো মার দিয়া মজা পাবোনা!! আস্তেআস্তে যখন বড় হলো কখন যে ঐগুলা জানটু( জানের টুকরা)- মনটু(মনের টুকরা) হয়ে গেল টেরই পেলাম না . . . . একই বছর দুটাই অন্যখানে চলে গেলো। একটা আলাদা ফ্লাটে অন্যটা প্রবাসে। পিচ্চিগুলাকে যত মিস করি, ভাইদের তার ১% ও না।

আদরগুলানো ওদের কথাই এখন ..... ছবির পিচ্চিটার নাম মাহি ... ভেচকি মেরে ছবি তোলাই তার পছন্দ, কারন নায়িকারা একটু ভেচকি না মারলে চলে??!!!! অসাধারন কথাবার্তা আর যুক্তিতে তার স্টক ভরা। ও বিদেশে যাবার পর আম্মা ফোনে কান্নাকাটি করত অনেক, মাহি আম্মাকে বুঝায় , দাদু কেন কান্না কর, A আর B যেমন কাছাকাছি তেমনি Bangladesh আর Australia। বুঝ না? আমি তো তোমার কাছেই আছি। আবার আমার জন্মদিনে wish করে বলে, এই দিনে ভালো করে সাজগুজু করে কেক কাটতে হয়, তুমিতো আমি নাই বলে করবা না জানি, কিন্তু করতে জন্মদিন। কবে যে বুদ্ধি হবে তোমার.... একটা ছোট্ট কেক বানাও সিদ্দিকা পকীরের (সিদ্দিকা কবির বলতে পাগল কিন্তু পকীরই বলে) বই দেখে নাও।

ইদানিং ডাকছে ছোট পপি বলে, বলি এ্যাই নাম ধরে ডাকিস ক্যান? বলে, ফুপি আর পপিতে ফারাক কি? আর প-তে পিপড়া, ফ-তে ফুল। তো কোনটা ভাল??!! আবার বড় আপুকে ডাকছে ফুমি (ফুপি আর সুমির ব্লেন্ড!!!!!)বলে। নতুন স্কুলে যাচ্ছে ঐখানে, মজা অনেক কিন্তু দুঃখ করে বলে,স্কুলে বাচ্চারা আমার সাথে অনেককিছুই শেয়ার করে না। আমি ভেবেই পাই না, চোখের আড়াল হলেই কি পিচ্চিরা অমন বুঝদার হয়ে যায়.... আমার মন ধুমসে খারাপ. . . .ওর জন্য...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.