আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই। মাহি বি চৌধুরীর ফ্যান ক্লাব অনুষ্ঠান আপনারা হয়তো দেখেছেন। লোপা আপুর টি শার্ট আর টাইট জিন্স পরা দৌড়ঝাপ দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। মাহি ভাইয়ার দৌড়ঝাঁপও মন্দ লাগেনি।
তরুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি তরুণীদের সাথে ভালই সময় কাটিয়েছেন । তিনি আমাদের এবার মুগ্ধ করেছেন তার ধর্মকথা দিয়ে। উনার মুখে এগুলো শুনে এত মুগ্ধ হয়েছি যে সেটা ভাষায় প্রকাশ করতে পারছিনা। যাই হোক ভবিষ্যতে তিনি ওয়াজ মাহফিল করেও জীবিকা নির্বাহ করতে পারেন, সে জন্য আমাদের শুভকামনা।
বিএনপি থেকে বের হয়ে ভেবেছিলেন তরুন প্রজন্মকে নিয়ে তিনি বিপ্লব ঘটিয়ে ফেলবেন।
কিন্তু সেখানে তিনি সাফল্যের সহিত ব্যার্থ হলেন। না তিনি অবশ্য ভগ্ন মনোরথ হননি।
তিনি উনার স্ত্রীকে নিয়ে মিডিয়া জগত কাঁপাতে নামলেন। ভালই চলছিল। অনুষ্ঠান উপস্থাপনা থেকে শুরু করে নাটক পর্যন্ত করলেন।
আসলে প্রতিভা থাকলে বিকশিত হবেই। মিডিয়া জগতে প্রবেশ করে তিনি সেটা আবার প্রমাণ করলেন।
যাই হোক ৪২ বছরের তরুন মাহি বি তারপর নিজেকে দাবি করলেন তরুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে। করতেই পারেন , কাজী নজরুল বলে গেছেন, "অনেক বৃদ্ধকে দেখিয়াছি যাদের বার্ধক্যের উর্দির নিচে জ্বলজ্বলে তারুন্য। " তরুন সমাজ এতে ব্যাপক বিনোদন পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
চলুন ধরে নেয়া যাক মাহি বি একজন তরুন। তরুনেরা তাই তার কাছে আশা করতে পারে যে তিনি চামচামির রাজনীতিতে যাবেন না। কিন্তু তিনি একই পথে হাঁটলেন। ভুলে গেলেন তার বাবার অপমান। জীবন অবশ্য বাংলা ছিনেমা না, তাই মাহি বি বলেন নি, "তোরা আমার বাবাকে.........।
"
তিনি শাহবাগ আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন। তাকে নাকি পাত্তা দেয়া হয়নি। উনি এইটা বুঝলেন না যে এখানে কেউ পাত্তা পাওয়ার জন্য আসেনি। যাই হোক উনি তরুণ প্রজন্মের নেতা হিসেবে এই দাবি করতেই পারেন। ভবিষ্যতে আন্দোলন হলে সমন্বয়করা তার কথা একটু ভেবে দেখবেন।
উনি গতকাল আরটিভির অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ইসলাম প্রতিষ্ঠার জন্য। কিছু বলার নাই। উনি এটা বলেছেন যাতে নির্বাচনে একটা আসনে দাঁড়ানোর সুযোগ পান। অনুষ্ঠানে উনার ভাব দেখে মনে হয়েছিল যে উনার মত নেতা পেয়ে বাংলাদেশ ধন্য।
কিন্তু একটা কথা কি যে, মাহি বি এর বাবা রাজনীতি না করলে তার মত একজন বাচালের কোন যোগ্যতাই ছিলনা এ রকম একটা অনুষ্ঠানে যাওয়ার।
অপরদিকে আরিফ জেবতিকের কথাগুলো নিশ্চয়ই শুনেছেন। মেধা আর বাচালতা যে এক জিনিস নয়, আরিফ ভাই তা বুঝিয়ে দিয়েছেন।
মাহি বি কে নিয়ে বলার কিছুই নাই। ভবিষ্যতে আমরা তার কাছ আরও অনেক মধুর বানী শুনবো সেই অপেক্ষায়।
(অনেকগুলো ছবি পেয়েছি নেটে , আপলোড করলাম না।
কেউ দেখতে চাইলে একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।