আমাদের কথা খুঁজে নিন

   

গোলাম মাউলা রনি , তারেক রাহমান , আন্দালিভ রাহমান পার্থ , মাহি বি চৌধুরি এর মতো নেতা এদেশে ভবিষ্যৎ এ অনেক দরকার......।

আমি জানতাম এম.পি. গোলাম মাওলা রনির ক্ষেত্রে ও একি ঘটনা হবে...। সাংবাদিক পিটানোর পর যখন সবাই রনির বিপক্ষে তখন জানতাম রনির বক্তব্যের পর অনেকেই রনির পক্ষে কথা বলা শুরু করবেন এবং দেশ আবার দুই ধরনের মানুষের মধ্যে বিভক্ত হয়ে যাবে যেমন টা হয়েছিল গনজাগরন মঞ্ছ , হেফাজত আন্দোলন, রেশমা এর অলৌকিক বেচে যাওয়া , কোটাবিরোধি আন্দোলনের সময় । আসলে আমাদের বাঙালি দের নিজেদের মধ্যে ভেজাল লাগানোর এখন শুধু উছিলার দরকার হয়...... দেশের কি অবস্থা হবে তা কেউ চিন্তা করেনা......।। আর সাধারন মানুষ কে দুই দিক থেকে যখন যা বোঝানো হয় তাই ই বুঝে.........। জামিন বাতিল হয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় সরকার অনেক দুর্নীতিবাজ দের কে দুর্নীতি তে আর ও উৎসাহিত করল.........। কারণ এখন আর কেউ দুরনিতির বিরুদ্ধে কথা বলার আগে অনেক চিন্তা করে সরে আসবে...... তবে যাই হোক গোলাম মাউলা রনি , তারেক রাহমান , আন্দালিভ রাহমান পার্থ , মাহি বি চৌধুরি এর মতো নেতা এদেশে ভবিষ্যৎ এ অনেক দরকার......। তাদের মতো নেতা সামনে হয়ত বাংলাদেশ অনেক কম ই পাবে..................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.