আমাদের কথা খুঁজে নিন

   

আমার মতে সকল বিবেকবান মানুষের উচিত(বিশেষ করে মেয়েদের) হীরাকে(Blood Diamond) না বলা

পোশাকের কারিগর হীরা মূল্যবান ধাতু , কিন্তু হীরা কিভাবে আসে তা জানার জন্য সবার একবার হলেও Blood Diamond ছবিটা দেখা দরকার. এক টুকরো হীরার পেছনে কত যে রক্ত , ঘৃণা আর চোখের জল মিশে আছে তা না দেখলে বিশ্বাস হবে না। সিয়েরা লিওন , কঙ্গো , নামিবিয়া আফ্রিকার এই দেশগুলোতে লক্ষ লক্ষ মানুষ দাসের চেয়েও খারাপ জীবনযাপন করছে হীরা খনিতে। ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে অস্ত্র আর মাদক। গৃহযুদ্ধ কবলিত এইসব দেশে অস্ত্র আসে হীরার বিনিময়ে। আর এই অস্ত্র ব্যাবহার করা হই সেই দেশের সাধারন মানুষ আর হীরা খনি শ্রমিকদের দমন পীড়নে।

আমেরিকা আর ইউরোপের দেশগুলো হল তাদের অস্ত্রের যোগানদাতা। তারা চাই না আফ্রিকাতে গৃহযুদ্ধ শেষ হোক। কারন গৃহযুদ্ধ শেষ হলেই বন্ধ হয়ে যাবে অস্ত্র বাণিজ্য আর হীরার যোগান। আমাদের সেনাবাহিনীর অনেক সৈনিক আর অফিসারেরা শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে এইসব দেশে। আগে মনে হত ওদের কাজ তেমন একটা কঠিন না।

কিন্তু ছবিটা দেখে মনে হল Really TIA ( This is Africa)। সে যাই হোক আমার মতে সকল বিবেকবান মানুষের উচিত(বিশেষ করে মেয়েদের) হীরাকে না বলা।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।