আমার ব্যক্তিগত ব্লগ
গোলাপী রংটাকে সাধারনত: মেয়েলী মেয়েলী ধরা হয়। কয়েকদিন আগে দেখলাম এক ভদ্রলোক গোলাপী রংয়ের মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন। আমি সামহোয়্যার আউটকে বললাম, এটা মনে হয় ওনার বউয়ের মোটরসাইকেল। সামহোয়্যার আউট বলল, মেয়ে স্কুটার ব্যবহার করে সাধারনত:, মোটরসাইকেল এই লোকেরই হবে।
আজ শেরাটন হোটেলের মোড় থেকে বাংলামোটরের দিকে যাওয়ার সময় এক মোটর সাইকেল আরোহীর জুতা দেখলাম কটকটে হলুদ। সাথে উনি পরেছে ডিপ ব্রাউন বা প্রায় কালো ফুলপ্যান্ট আর কালো জ্যাকেট।
কে জানে, ছেলেদের ফ্যাসনের রং হয়তো এখন বদলাচ্ছে। গতানুগতিক আর কতদিন থাকবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।