... কি যেন বলতে চাচ্ছিলাম ...
ইদানিং বেশ একটা গুজব(?) শোনা যাচ্ছে যে কয়েকদিন পর পিসিতে আর কোন সফটওয়্যার ইনস্টল করা লাগবে না! ব্যাপারটা যে আদৌ কোন গুজব নয় তা আমরা এখন সত্যি সত্যি দেখতে পাচ্ছি।
YouTube এর ব্যাপারটা এখন পুরনো হয়ে গেছে। কিন্তু শুধু ভিডিও আপলোডেই শেষ নয়। অনেকেই জানেন যে এখন ওয়েব ক্যাম দিয়ে সরাসরি এই সাইটে ভিডিও রেকর্ড করা যায় এবং মোবাইল ফোন থেকেও ভিডিও আপলোড করা যায়। নতুন যুক্ত হয়েছে Youtube Remixer যা দিয়ে অনলাইনে বসেই আপনার আপলোড করা ভিডিও Adobe Premier এর মত এডিটিং করতে পারবেন! এখানে আপনি ভিডিওতে বিভিন্ন ট্রানজিশন ইফেক্ট, গ্রাফিক্স ও ক্যাপশন এবং সাউন্ড যোগ করতে পারবেন।
যদিও এটা বেটা এডিশন তবে ফুল এডিশনে আরও অনেক কিছুই থাকবে।
MS Word উপর বিরক্ত নন এরকম কেউ হয়তঃ এখানে নেই। খুবই ফালতু আর পেইনফুল একটা এডিটর। অথচ Google Docs & Spreadsheets কত সিম্পল ও সাবলীল । ms word ও excel এর মোটামুটি সব সুবিধাই পাবেন এতে।
পার্থক্য একটাই - এটা ইনস্টল করতে হয় না এবং সম্পূর্ণ ফ্রি। আপনি ইচ্ছা করলে কোন একটা ডকুমেন্ট শেয়ারও দিতে পারবেন। অনেকে মিলে একটা ডকুমেন্টের বিভিন্ন অংশ সম্মিলিতভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে এডিট করতে পারেবন!
সবেচেয়ে বড় সুবিধা হল আপনার হার্ডডিস্ক ফুল ফরম্যাট হয়ে গেলেও কোন সমস্যা নেই। ফাইলটা তো গুগল এর সার্ভারেই থাকছে
Gmail কে ওয়েবসাইট না বলে অনলাইন এ্যাপ্লিকেশন বলাটাই যুক্তিসংগত। অনেক দিক দিয়েই Gmail MS Outlook থেকে এগিয়ে আছে।
গুগল আর্থ, গুগল ম্যাপ এর কথাই ধরুন। মনে হয় কয়েকদিন পর গুগল 3ds max / Maya এর মত কোন কিছু বানাবে যা দিয়ে অনলাইনে বসে কাজ করতে পারবেন আর রেন্ডার দিলে গুগল এর শক্তিশালী সার্ভারে রেন্ডার হবে!!!
facebook এ একটা অদ্ভুত টুল আছে Graffity নামে, খুবই কাবিল জিনিস । আপনি ইচ্ছামত আঁকিবুকি করে সেভ করার পর প্লে দিলে আপনি ঠিক যেভাবে এঁকেছেন সেভাবেই এনিমেশন করে দেখায়। আমি এটার ক্ষমতা দেখার জন্য অনেক জটিল একটা বিশাল জিলাপীর প্যাঁচ আঁকলাম। ওমা, সত্যি সত্যি আমি ঠিক যেভাবে পেন্সিল ঘুরিয়েছি সেভাবেই এনিমেশন করে দেখায়!!
এই সাইটে আরও অনেক মজার মজার এ্যাপিলকেশন আছে এবং প্রতিনিয়ত নতুন নতুন এ্যাপিলকেশন যুক্ত হচ্ছে।
কার্টুন নেটওয়ার্ক সাইটে ছোটদের জন্য বেশ মজার মজার অনলাইন গেম রয়েছে। এগুলোর গ্রাফিক্স ও সাউন্ড ইফেক্ট মন্দ না। নেট স্পীড আরো বাড়লে তখন হয়তঃ দেখা যাবে যে গেম খেলার জন্য আর দামী পিসিআই এক্সপ্রেস কার্ড কেনা লাগবে না!!!
বাইরের দেশে অনলাইনে টি-শার্ট / [link|http://www.vistaprint.com.au/vp/ns/studio3.aspx?pf_id=088&cfs=-1&combo_id=44951&icparts=yes&combo1=8055.82.17.68278
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।