আমাদের কথা খুঁজে নিন

   

জিয়া ও তার স্পর্ধার সূর্য সমান তাপের কথা বলছি

বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ ১. আমি আগুন ও আগ্নেয়গিরির কথা বলতে এসেছি আমি জল ও জলোচ্ছাসের কথা বলতে এসেছি আমি লোহা ও লৌহমানবের কথা বলতে এসেছি আমি স্বাধীনতা ও স্বাধীন বাংলাদেশের কথা বলতে এসেছি যে যোদ্ধা সূদীর্ঘ নয়টি মাস রুটিও খেতে পায়নি ঠিকমতো তবুও প্রায়ই অভুক্ত থেকে নির্ঘুম রাত পরিকল্পনার সুতোয় বেঁধেছে শত্রুর অলি-গলি শীতল বেয়নেট তপ্ত করার কৌশল রপ্ত করে দুশমনের মোকাবিলায় রক্ত ঘাম ঝড়িয়ে পবিত্র করেছে বাংলাদেশ- কি অসীম সাহস ও সাহসিকতার গল্প কি অসাধারন তেজ ও তেজস্ক্রীয়তার বিষ্ফোরন কি মহান ত্যাগ ও তিতিক্ষার ইতিহাস কি অপার প্রেম ও প্রেমময়তার উপন্যাস কি উজ্জল এক বিপ্লব ও বিপ্লবীর উদাহরন মাত্র চৌত্রিশ বছর বয়সে তেজোদীপ্ত কন্ঠে অত্যাচারী খুনি চক্রের বিরুদ্ধে বিদ্রোহ করলো তারপর, তারপর শোনালো এক বিপ্লব বিরত্ব গাঁথা সাহসের অশ্বারোহী হয়ে, স্পর্ধার চুড়ায় উঠে স্বপ্নের ঘোষনা We shal fight to the last to free our motherland.... Victory is, by the grace of Allah, ours নিজ কন্ঠে সুউচ্চকিত স্বাধীনতার ঘোষনা হ্যাঁ আমি কমল ও তার কোমনীয় হৃদয়ের কথা বলছি আমি ধান ও ধানের শীষের গল্প বলছি আমি স্বাধীনতা ও স্বাধীনতার ঘোষকের কথা বলছি আমি জিয়া ও তার স্পর্ধার সূর্য সমান তাপের কথা বলছি আমি বাংলাদেশ ও জিয়াউর রহমানের কথা বলছি ২. নয় মাসের দীর্ঘ সাহসী যুদ্ধের বাতিঘর উজ্জিবিত মুক্তিযোদ্ধাদের কমান্ডার সাজায় তার বুলেটের গুটি শত্রুর উঠোনে-আঙিনায় পরিপূর্ন বিজয়ের স্বপ্নদ্রষ্টা সে ছিলো যোদ্ধা, বিপ্লবী, সংস্কারক, আধুনিক বাংলাদেশের স্থপতি মহামানবীয় আলৌকিক স্বত্বা নিয়ে তার জন্ম আজন্ম স্বাধীন ও স্বাধীনচেতা জাগিয়েছিলো বাংলাদেশের মাঠ-ঘাট, পথ-প্রান্তর তারপর হঠাৎ বহমান কর্নফুলির কান্নায় জিয়ার রক্ত মিশে বঙ্গোপসাগর ফেনিল উত্তাপে আছড়ে পরেছিলো সৈকতে বাংলাদেশের সবুজ জমিন লাল গুমড়ে কাঁদলো মায়েদের মন ঘরে ঘরে অশ্রুভেজা চোখে সিজদায়-প্রার্থনায় পিতার ললাট জিয়া আজো মরেনি জিয়া আছে মায়ের শাড়ীর শীতল আঁচলে জিয়া আছে পিতার সফেদ পাঞ্জাবীর নিঃশ্বাসে জিয়া আছে প্রিয়ার নীল খাম চিঠির ভেতর জিয়া আছে সহস্র যোদ্ধার বুক পকেটের গভীরে হৃদয়ের অলিন্দে অলিন্দে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.