নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আজ নরসিংদী সফরের মধ্যদিয়ে ফের তৃণমূলে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী নেতা খালেদা জিয়া। দুপুর ১টা ৩৫ মিনিটে তার গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে রওনা দেন তিনি। গাড়িবহর মহাখালী, পল্টন, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কাঁচপুর ব্রিজ হয়ে এগিয়ে নরসিংদীর পথে যায়। এসময় গুলশান থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত দুইপাশে দলীয় নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে গাড়িবহরকে স্বাগত জানায়।
নরসিংদী জনসভার সমন্বয়ক কমিটির আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের তদারকিতে নরসিংদীর সবক’টি উপজেলা ও ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮দল। উল্লেখ্য, দীর্ঘ প্রায় ২১ বছর আগে ১৯৯২ সালে নরসিংদীতে সর্বশেষ জনসভা করেছিলেন খালেদা জিয়া। এদিকে ১৮ দলের শরিক, ঢাকা মহানগরসহ বিএনপির প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা প্রস্তুতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।