মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
একটু আগে মেইল চেক করতে গিয়ে দেখলাম পাকিস্তানের জেম টেলিভিশনের এক্সিকিউটিভ প্রডিউসার মি. জামিল উদ দিন একটা মেইল পাঠিয়েছেন। মেইলটা একটি ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ডেটাবেজের মাধ্যমে এসেছে। তো প্রডিউসার আমাকে জেম টেলিভিশনের বাংলাদেশ রিপোর্টার হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। আমি এখনও কোন রিপ্লাই দিই নি। কারণ আমি কখনও চ্যানেলটা দেখি নি। তাছাড়া এই আমন্ত্রণের বৈধ্যতা কতোটুকু জানি না। ব্লগারদের কেউ চ্যানেলটা কখনও দেখেছেন? কি মনে হয় সাড়া দেয়া উচিত হবে? পাকিস্তানি চ্যানেলের প্রতিনিধি হলে কেউ আবার রাজাকারের গন্ধ পাবে নাকি! যা হোক, ব্লগার বন্ধুদের সুপরামর্শ চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।