আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেট ঝামেলা

নিজের পরিবর্তন এবং দেশের পরিবর্তন

এখন পর্যন্ত এটার কোন সুরাহা হইলো না। ব্রডব্যান্ড ইন্টারনেট-এর হাজারো ফ্যাকরা। তার ছিড়া গেছে না হইলে হাব হ্যাং খাইছে - হ্যাগো ফোন করতে করতেই ম্যাজাজটা যায় ছ্যাড়াবেড়া হইয়া । বর্তমান তত্বা.. সরকারও এই খরচটা কমানোর কোন উদ্যোগ নিচ্ছে না। ডিশ আলাগো ৩০০ টাকা নিতে যেমন ব্যাধ্য করাইছে তেমনি আইএসপি আলাগো যদি একটু কান-ধইরা উঠবস করাইতো খুব ভালো হইতো।

গ্রামীন ফোন ইন্টানেটের নামে বিতলামো করতাছে। অন্যরা কি করতাছে সেটাও স্পষ্ট না। সিটিসেলের জুম কেনার কথা মনে হইলেই ঘুম হারাম হয়। ৮০০০/- এত্তগুলা টাকা দিমু? দিয়া তো তাদের খাচায় বন্দি হওয়া। ঢাকা ফোন চালু হইছে আজ থেকে।

২৫০০টাকায় লাইন সেটসহ। ইন্টারনেট কানেকশন নিতে অতিরিক্ত ৫০০ টাকা দিতে হবে। ৩০ পয়সা/মিনিট। স্পীড ২৩০ কিলোবাইট। নিতে মন চাইতেছে।

আবার ধরা খাবো না তো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.