পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই
----
এই ছড়াটা সম্পূর্ণ কাল্পনিক আমি আমার মনের মত এক একটি চরিত্র সাজিয়ে নিয়েছি। বাস্তবের সাথে এর কোন মিল নেই। কেউ এটি নিয়ে মাথা ঘামাবেন না।
----
এইটা পুঁথি পাঠের মত সুর করে না পড়লে ছন্দের মিল খুঁজে পাবেন না।
ব্লগের যুদ্ধ আরম্ভ হইলো সামহোয়্যারে
ব্লগের যুদ্ধ আরম্ভ হইলো...
প্রথমত আইলোরে ভাই
নামেতে কৌশিক...
আইসা তিনি বলিতেছেন দেখ আমার খানদানী নিক
এরপরেতে আইলোরে ভাই
নামেতে ভাই আলী
সে আইসা সব বেটারে করলো গালাগালী
তারপরেতে আইলো মামু
নিক লইয়া ঢালী!
মামুর মুখে কাজের তো নয় ফালতু কথা খালী
এইবার তো পড়ল আইসা
নামে তিনি হাসিব
বলে কিনা চুপ কর সব! টেনে ধরবো জিব
ব্লগের যুদ্ধ আরম্ভ হইলো...
এমন সময় যোগ হইলো
হোসেইন দ্যা এ টিম
তারে দেইখা কর্তৃপক্ষের লাইগা গেল ঝিম
দেখা গেল এমন সময়
মানুষ দা চিল্লায়া কয়
এইখানে কেউ মানুষ তো নয় সবটি রাম গাধা
আসলো পরে ইরান থেকে
সদ্য ফোটা পাঁঠা
ব্লগে দেখলো তার কপালে কেবল আছে ঝাঁটা
এইবার শুধু আসলো রে ভাই
রাজাকার ও জামাত
আঁতলামী করতে গিয়া তারা হইলো কুপোকাত
ব্লগের যুদ্ধ আরম্ভ হইলো......
ব্লগ যুদ্ধ এক পর্যায়ে লাগলো চরমে
নতুন বলদ আইসা পড়লো বিরাট শরমে...
মাঝখান দিয়া হাততালি দেয় নূরে-আলমে
ব্লগের যুদ্ধ আরম্ভ হইলো......সামহোয়্যারে
শেষ কালেতে যুদ্ধে আইলো দেশি এস্কিমো
ঠান্ডা মাথায় বলিলো সে
ব্লগার রা সব থামো
যুদ্ধ মোদের অবশেষে এইখানেতেই শেষ
শান্ত ব্লগে চলছে এখন ঠান্ডা আবেশ ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।