আমাদের কথা খুঁজে নিন

   

কালো হবার ক্রিম সূর্য

ফর্সা হবার জন্য আমারা কত কি করি। নানান রকম ক্রিম থেকে শুরু করে ভেসজ উপাদান ব্যাবহার করি। তবে আসলে কোন কিছুই ফর্সা হতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেনা। বড়জোর ত্বকের ময়লা ভাব টা দূর করে। একেক অঞ্চলের মানুষ একেক রকম।

পরিবেশ, জলবায়ু ,আবহাওয়ার বিভিন্নতায় আমাদের গায়ের রঙের তারতম্য ঘটে। তাইত আমরা শ্যাম বর্ণের আর আমেরিকার মানুষ শ্বেতাঙ্গ। মজার ব্যাপার হল আমরা যেমন ফর্সা হতে চাই ,ঠিক তেমনি শ্বেতাঙ্গরা তামাটে হতে চায়। তার জন্য এরা করে থাকে সূর্যস্নান। গায়ের রঙ ময়লার জন্য সূর্যের থেকে বড় অপরাধী আর কেউ নেই ।

সূর্য কিভাবে কালো করে? আমরা জানি, সূর্যে তিন ধরনের অতি বেগুনি রশ্নি থাকেঃ UV-A, UV-B,UV-C । ওজোন মণ্ডলে UV-C আটকা পড়ে যায়। কিন্তু UV-A, UV-B কে ওজোন স্তর পুরাপুরি আটকাতে পারেনা। কিছু অংশ পৃথিবীতে চলে আসে। আর এরাই চামড়া পাইট (skin tanning) করতে দায়ি।

UV-A ও UV-Bএর তরঙ্গদৈর্ঘ্য বিভিন্ন,আমাদের ত্বকের স্তরগুলো ভেদ করে আমাদের শরীরে প্রবেশ করে। UV-B এর তরঙ্গদৈর্ঘ্য কম, এরা শুধুমাত্র উপরি ত্বক এপিডার্মিস পর্যন্ত পৈাছে। কিন্তু UV-A এর তরঙ্গদৈর্ঘ্য কম হওয়াতে ত্বকের এপিডার্মিস ও ভেদ করে মধ্য স্তর পর্যন্ত পৈাছে। আলোকরশ্নি আমাদের ত্বকে অবস্থিত মেলানিন কে উত্তেজিত করে। যার ফলে চামড়া পাইট হয়ে যায়।

মেলানিন হল এক ধরনের বস্তু যা আমাদের ত্বক, চুল ,চোখের আইরিশ এর বর্ণের জন্য দায়ি। UV-A মেলানিন কে জারিত করে। রাসায়নিক বিক্রিয়া সংঘটনের ফলে মেলানিনগুলো কালো হয়ে যায়। যখন মেলানিন কেই কালো দেখায় তখন চামড়া কেও কালো মনে হয়। UV-B অন্য প্রক্রিয়ায় ত্বক কে কালো করে।

এরা ত্বকে মেলানিন এর সংখ্যা বাড়িয়ে ফেলে। আমরা জানি, মেলানিন এর আধিখ্য কালো বর্ণ হওয়ার জন্য ভূমিকা রাখে। আর এভাবেই হয়ে থাকে চামড়া পাইট করা(Tan)। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.