আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন। এটা আমার প্রথম টিউন। যারা ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য ও কাজে লাগবে এই টিউনটি। পুরো পোস্টটা পড়ার অনুরোধ রইল।
আমাদের প্রায় সবার কম বেশি ফেসবুক পেজ আছে।
কিন্তু লাইক নাই। এজন্য অনেক সময় খারাপ লাগে।
কিন্তু আমরা অনেকে জানিনা যে ফেসবুক পেজ এর লাইক বাড়ানো যায় বিশ্বব্যাপি। সব আসল লাইক।
তাই এই বিষয় নিয়ে লিখছিঃ এভাবে একদিনে কমপক্ষে ৫০০ এর অধিক লাইক বাড়ানো সম্ভব।
তাই আর দেরি না করে কাজ শুরু করে দেয়া যেতে পারে।
Login করার পর Social Media Exchange Option থেকে Credits Earn করতে হবে। এসময় যেকোন একটি ফেসবুক আইডি পাশে খোলা রাখতে হবে। এভাবে Credits Earn করার পর Add and Manage Page থেকে Facebook Like select করতে হবে।
তারপর Add a Facebook page and get likes to it. এখান থেকে পেজের লিংক ও নাম Credit option < 10 or 9 or 8 or 7 or 6 select করতে হবে।
10 দিলে সবচেয়ে তাড়াতাড়ি হবে ও 6 দিলে সবচেয়ে আস্তে হবে। তারপর Add URL দিলে হয়ে যাবে। ।
এক সপ্তাহে বেশি Credit Earn করা Top 100 জনকে Bonous দেয়া হবে। এ ১০০ জনের ভিতরে আসতে হলে কমপক্ষে ১২-১৫ হাজার Credit Earn করতে হবে।
কিভাবে Credits Earn করবেনঃ
আসলে একেবারে সহজ। প্রথমে Username ও Password দিয়ে Login করতে হবে। কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমে আপনার লক্ষ্য হবে Credit Earn করা। Credit Earn করার অনেক গুলো Option আছে।
যেমনঃ Facebook, Twitter, YouTube, Google Plus, StumbleUpon, Pinterest, Instagram, SoundCloud & Website Page views ইত্যাদি।
Login করে প্রবেশ করার পর Social Media Exchange Option থেকে যেকোন একটি বাচাই করে Credit Earn করতে হবে। যেমনঃ Facebook থেকে Credit Earn করব। তাই পাশে যেকোন একটি Facebook ID খোলা রাখতে হবে। Facebook এর মধ্য রয়েছে, Facebook Likes, Facebook Subscribes, Facebook Shares, Facebook Comments. এখন ধরুন আমি Facebook Like দিয়ে Credit Earn করব।
Facebook Like এ ক্লিক করতে হবে। এখানে লাইক দেয়ার জন্য অনেক গুলো পেজ, ছবি ও পোস্ট থাকবে। নিচে ছবি দেখুন।
লাইক বাটনে ক্লিক করলে New Window খুলবে। লাইক দিন, ২-৩ সেকেন্ড অপেক্ষা করুন, তারপর New Window কেটে দিন।
দেখেন Credit যোগ হচ্ছে। তবে ছবিতে লাল দাগ দেয়া একটি Log Out বা Anti Bot বাটন আসতে পারে। ভুলেও এখানে ক্লিক করবেন না। কারণ এতে আপনার আইডি ব্লক হয়ে যাবে।
সবাই ভাল থাকবেন।
কোন সমস্যা হলে কমেন্ট করবেন। সমাধান দিতে চেষ্টা করব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।