আমাদের কথা খুঁজে নিন

   

থাইল্যান্ড ভ্রমণ (পর্ব-৫)



আমরা ১.০০টায় বাসে উঠে পাতায়া রওনা দিই এবং বিকাল ৩.০০টায় পৌছায়। ষ্ট্যান্ড থেকে জন প্রতি ২০ বাথ ভাড়ায় বাংলাদেশের টেম্পুর মত গাড়ীতে উঠে বীচ এলাকায় আসি এবং বহু খোজাখুজি করে একটি মধ্যম মানের হোটেলে (১ রাত্রি = ৫০০ বাথ) উঠি। যার যার রুমে যেয়ে ফ্রেশ হয়ে খুজে পেতে একটি পাকিস্তানী হোটেল পেয়ে সেখানে লাঞ্চ করে বীচে বেড়াতে যাই। পাতায়া বীচ আমাদের কক্সবাজারের মত এত সুন্দর না হলেও খারাপও না। কারণ এর সৈকত খুব অল্প।

মেইন রাস্তার পরেই সমুদ্র শুরু হয়েছে। সমুদ্রও উত্তাল নয়, শান্ত। তেমন বড় বড় ঢেউ নেই। স্পীড বোটে করে ঘুরা যায়, পাশের দ্বীপে বেড়াতে যাওয়া যায়। সময় না থাকার কারণে আমরা যেতে পারি নি।

এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান এবং বিভিন্ন ধরনের মূর্তি বানানো আছে। সেখানে আমরা অনেক ছবি তুললাম। সমুদ্রে অনেক ছোট বড় জাহাজ ছিল। আমরা সেগুলোর ছবিও তুললাম। রাতের বেলা খুবই সুন্দর লাগছিল তাদের দেখতে।

রাত ৯.০০টা পর্যন্ত বীচ ও বিভিন্ন মার্কেট ঘুরে আমরা হোটেলে ফিরে আসি। রাত ১০.০০টায় সেই পাকিস্তানী হোটেলে ডিনার করে রাত ১২.০০ টা পর্যন্ত পাব, বার ও ডিসকো দেখে হোটেলে ফিরে চমতকার একটি ঘুম দিই। তবে সময়ের অভাবে টাইগার শো দেখা হয় নি। অত:পর সকালে উঠে আমরা নাস্তা করতে যাই। পুরা বীচ এলাকা তখন চুপচাপ, কোন হৈ'হল্লা নেই।

কারণ সারা রাত এটা সরগরম থাকে আর দিনে ঘুমায়। এখানকার রাস্তায় প্রকাশ্যেই ব্লু'ফ্লিম এর সিডি সাজিয়ে রাখা হয়েছে। যার যেটা প্রয়োজন কিনে নেয়, নো প্রবলেম। এরপর আমরা বীচে ছবি তুলি এবং স্পীড বোটে করে কিছুদুর ঘুরে হোটেলে ফিরে আসি। ১২.০০টার সময় আমরা পাতায়া ত্যাগ করে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিই।

(চলবে)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।