হারজাই পৌছে প্রথমেই আমরা ব্যাংকক যাওয়ার কাউন্টারে যাই এবং টিকিট কাটি। ৬৫০ বাথ থেকে ১১৫০ বাথ পর্যন্ত বিভিন্ন রকমের বাসের টিকিট আছে। এরমধ্যে ৬৫০ বাথ হচ্ছে মাইক্রোবাসের ভাড়া এবং এগুলো সবসময় ব্যাংকক যায়। কিন্তু বড় বাসগুলো বিকাল ৩ টার আগে যায় না। আমরা ১১৫০ বাথের বাসে সন্ধ্যা ৬ টার টিকিট কাটলাম।
কারণ দীর্ঘ ১২/১৩ ঘন্টার জার্নিতে একটু আরাম করে না যেতে পারলে কি চলে?
এরপর আমরা নাস্তা করে আশপাশের এলাকা ঘুরতে বের হলাম। ৭০০ বাথ দিয়ে কার ভাড়া করে সালিমা সী'বিচ-এ গেলাম। পথিমধ্যে অনেক সুন্দর জায়গার ছবি তুলি। অবশেষে সী'বিচে পৌছুলাম। খুবই সুন্দর সী'বিচটা।
যদিও তেমন ঢেও বা গর্জন নেই, শান্ত সী'বিচ কিন্তু দেখার মত। অনেক টুরিষ্ট এখানে ঘুরতে এসেছে। এখানে সুন্দর একটা জলকন্যা আছে, ড্রাগন আছে এবং আরো অনেক কিছু আছে। আমরা সবার সাথে ছবি তুললাম।
এখানে থাকার জন্য রেস্টহাউসও আছে।
সবকিছু পরিস্কার এবং গোছানো বলে জায়গাটা আমাদের কাছে অসম্ভব ভাল লেগেছে। সাগরের পিছনে পাহাড় থাকায় এটা আরো মোহময় হয়ে উঠেছে। থাইল্যান্ড বেড়াতে আসলে আপনাদের কাছে অনুরোধ, এটা কেউ মিস্ করবেন না।
ছবি: হারজাই থেকে বিচে যাওয়ার পথে এবং বিচের।
(চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।