আমাদের কথা খুঁজে নিন

   

থাইল্যান্ড ভ্রমণ (পর্ব-৪)



ব্যাংকক পৌছে প্রথমেই আমাদের যে সমস্যায় পড়তে হয় তা হলো ভাষাগত সমস্যা। বেশীরভাগ থাই ইংরেজী বোঝে না। সুতরাং আমরা হোটেলে যেতে চাই এবং কোথায় মিডিয়াম মানের হোটেল আছে এটা বোঝাতেই আমাদের অবস্থা কাহিল। অগত্যা আমরা সহজতম রাস্তা অর্থাৎ পায়ে হেটে রওনা দিলাম। পথে ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে রাস্তায় যতজনের সাথে দেখা হয়েছে কেউই আমাদের কথা ঠিকমত বুঝতে পারে নি।

অত:পর একজন অল্প-স্বল্প ইংরেজী বোঝা লোক খু্জে পাওয়ায় তার সাহায্যে একটি ট্যাক্সি ঠিক করলাম এবং তার নির্দেশিত হোটেলে ট্যাক্সিওয়ালা আমাদের নিয়ে গেল। ৩৫ বাথের ভাড়া নিল ৬০ বাথ। যাই হোক তবুও সান্তনা যে হোটেল খুজে পেয়েছি। কিন্তু হোটেল ম্যানেজারের কথা শুনে তো আমাদের আক্কেল গুড়ুম। এটা নাকি শুধু স্থানীয়দের, ফরেনারদের জন্য নয়।

কি আর করা বাধ্য হয়ে আবার রাস্তার মানুষ রাস্তায় এসে বসে থাকলাম। প্রায় আধাঘন্টা পর এক ষ্টুডেন্ট এর সাথে পরিচয় হলো, তার সাহায্যে আমরা ট্যাক্সি নিয়ে ইন্ডিয়া মার্কেট নামে একটি জায়গায় গেলাম। অবশেষে ব্যাংকক পৌছার প্রায় ৩ ঘন্টা পর আমরা হোটেলে পৌছালাম। এরপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটি চমতকার ঘুম দিয়ে বিকেলে আমরা ঘুরতে বের হলাম। প্রথমেই পাশের একটি পার্কে গেলাম।

পার্কটা খুবই সুন্দর। সেখানে আমরা অনেক ছবি তুললাম আর নির্মল হাওয়া খেলাম। এরপর আমরা গেলাম পাশেই একটি বৌদ্ধ মন্দিরে। মন্দিরের চারদিকের এবং ভিতরের কারুকাজ খুবই সুন্দর, দেখার মত। মন্দিরের ভিতরে এবং আশেপাশেও অনেক বৌদ্ধ মূর্তি এবং অন্যান্য মূর্তি দিয়ে সাজানো ছিল।

সেখানে আমরা ভিক্ষুদের সাথেও ছবি তুললাম। এরপর আমরা এমবিকে মার্কেটে গেলাম কেনাকাটার জন্য। অনেক বড় এবং সুন্দর মার্কেটটা। এমন কিছু নেই যা এখানে পাওয়া যায় না। এমনকি কেএফসি, ম্যাকডোনাল্ডস্ এবং অনেক রেষ্টুরেন্টও আছে।

মোবাইলের অনেক বড় মার্কেটও এখানে আছে। এখান থেকে আমরা টি'শার্ট, জামা, জুতা, শাড়ী, ব্যাগ, প্যান্ট এবং বিভিন্ন কসমিটিকস কিনে একবারে ডিনার করে রাত ১০.৩০ টায় হোটেলে ফিরে আসি। সকালে উঠে নাস্তা করে আবার মার্কেটে যাই কিছু কেনাকাটার জন্য এবং হোটেলে ফিরে তৈরি হয়ে বাসষ্টান্ডে যাই পাতায়া যাওয়ার জন্য। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।