আমাদের কথা খুঁজে নিন

   

ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে!

মনন

আজ প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা এবং জরুরী আইন প্রত্যাহারের ঘোষণা দিতে পারেন বলে সরকারি পর্যায়ের সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১২ সেপ্টেম্বর থেকে আলোচনা শুরু করবে। নির্বাচন কমিশনের দাবি ছিল, ওই তারিখ থেকে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সরকার সেই ঘোষণাই দেবেন।

সত্যিই যদি তিনি এই ঘোষণা দেন তাহলে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ছাড়বেন বলে আমার বিশ্বাস। কারণ দীর্ঘদিন ধরে জরুরী অবস্থা চলার কারণে অধিকাংশ মানুষই অস্বস্তি বোধ করেছেন। গত কদিন লিখতে না পারায় আমার খারাপ লেগেছে। আমি ব্লগে নতুন। কিন্তু আমি খুবই পুলকিত বোধ করছি।

অনেক বিষয় উঠে আসছে। অনেক কিছুই শিখতে পারছি। আমার নিজের মতামতও শেয়ার করতে পারছি। এজন্য ব্লগ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.