এবার ঈদে গ্রামে গিয়ে একটা খেলা দেখলাম, শতী খেলা । কতগুলো চিকন কাঠি এই খেলার সরন্জাম । এখানে কিছু ছোট ছোট কাঠি থাকে, যাদের প্রত্যেকটির মান ১০ । ছোট কাঠিগোলোর মোট সংখ্যা পঁচিশটির কম হতে হয় । এই ছোট কাঠিগুলো থেকে কিছুটা মোটা ও লম্বা আরও একটি কাঠি থাকে।
এর মান ১০০ । এই কাঠিটির নাম 'শতী' । শতীসহ সবগুলো কাঠি হাতের মুটোয় একসাথে নিয়ে এমনভাবে ছুঁড়ে মারতে হবে, যেন অন্ততপক্ষে একটি ছোট কাঠি 'শতী'-কে স্পর্শ করে । তা নাহলে দানটি পচে যাবে । শতীকে স্পর্শ করাতে গিয়ে সব কাঠি এমনভাবে ছুঁড়ে মারা হয় যে প্রায়সময় কাঠিগুলো একটা আর একটার উপর পড়ে জটিল জালের সৃষ্টি করে ।
সেই জাল থেকেই খুব সাবধানে একটি একটি করে কাঠি আলাদা করতে হবে, যেন একটি কাঠি সরাতে গিয়ে অন্যকোন কাঠি বিন্দুমাত্র নড়ে না যায় । নড়ে গেলে আর কাঠি তোলা যাবে না । অর্থাৎ আর পয়েন্ট পাওয়া যাবে না, প্রতিপক্ষকে কাঠি ছোঁড়ার সুযোগ দিতে হবে । নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট নির্ধারণ করে, যেপক্ষ আগে সে পয়েন্ট অর্জন করবে, সেপক্ষ খেলায় জিতে যাবে ।
কাঠি তোলাটাই এখেলার প্রধান কাজ ।
সত্যি বলতে কাঠি নড়ে যাওয়ার টেনশনটুকু খেলাটির সবচেয়ে উপভোগ্য অংশ।
শতী খেলার কাঠি
কাঠি ছুঁড়ে মারা হয়েছে
কাঠির জাল
কাঠি তোলা হচ্ছে
জাল থেকে একটি একটি করে কাঠি তুলতে হবে
এমন ভাবে কাঠি তুলতে হবে যেন একটি নিতে গিয়ে অন্য কোন কাঠি নড়ে না যায়
নড়ে গেলে আর কাঠি তোলা যাবে না
তখন দানটি প্রতিপক্ষের কাছে চলে যাবে
প্রতিপক্ষ একইভাবে কাঠি ছুঁড়বে
এইবার প্রতিপক্ষের কাঠি তোলার পালা...।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।