আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে কিনেই ফেললাম নকিয়া 6630

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!

অবশেষে গত পরশুদিন একটা নকিয়া 6630 কিনলাম। কিনলাম বলাটা ঠিক হচ্ছে কি না বলা মুশকিল। কারণ ঠিক আমি কিনি নি, কিনেছে আমার বোন। অনেক দিনের শখ ছিল ভালো ক্যামেরা এবং ব্লুটুথযুক্ত একটা সেট নিব - শেষ পর্যন্ত সেটা পূরণ হল। 6630 মডেলটা অবশ্য আমার খুব একটা পছন্দ না।

আমার পছন্দ N90। কিন্তু সেটার দাম এখন 600 দিনার, যেটা বাংলাদেশী টাকায় হিসেব করলে দাঁড়ায় 30000 টাকা। এত বাজেট আমার বা আমার বোনের কারোই নেই। কাজেই কিনতে হল 6630, যেটার দাম 300 দিনার, বাংলাদেশী টাকায় 15000 টাকা। 6630 এর ক্যামেরা 1.3 পিক্সেলের।

এই রেজোলিউশনে স্টিল পিকচার মোটামুটি ভালোই উঠে - কিন্তু ভিডিও উঠে একেবারে জঘন্য। কি আর করা! ষোল বছর ধরে লিবিয়াতে আছি। কিন্তু সেই হিসেবে বলতে গেলে লিবিয়ার কোন ছবিই আমার সংগ্রহে নেই। এবার মনের সুখে ছবি তোলা যাবে আশা করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।