ফেসবুক!! ফেসবুক বন্ধু!! রাতদিন প্রতিদিনই বাড়ছে, আবার অনেকে সময় কমেও যাচ্ছে। কারনে অকারনে একে অন্যকে বানাচ্ছে বন্ধু, আবার অনেকেই বন্ধু লিস্ট থেকে বের করে দিচ্ছে অকারনেই।
এতো এতো ফ্রেন্ডের মাঝে কি আর খুঁজে পাওয়া সম্ভব কে করে দিলো আনফ্রেন্ড? সম্ভব। তবে সাধারণভাবে লক্ষ্য রেখে নয়, সম্ভব হবে এই সাইটটির মাধ্যমেঃ http://www.outandin.info/
রাতে অকারনেই নিজ থেকে একজন আপনাকে বন্ধু বানালো, সকালে উঠে যখন আবার দেখলেন কোন দোষ না করলেও সে আবার আপনাকে আনফ্রেন্ড করে দিয়েছে তখন স্বাভাবিক ভাবেই রাগ উঠে তাই না? । অনেকে তো আনফ্রেন্ড করে অন্যদের নিজের ফলোয়ার লিস্টেও ঝুলিয়ে দিয়ে থাকে!! হাহা!!
তাই আপনার কাছে যদি হয়ে থাকে সে পাপী, তবে তাকে খুঁজে বের করার জন্য ফেসবুকে লগিন অবস্থায় সাইটটিতে চলে যান এবং প্রথমধাপে To Use লাইটিতে টিক মার্ক দিয়ে Login with Facebook চাপুন।
এবার Apps টি ফেসবুকে উপরের চিত্রের মতো করে একাউন্টে ব্যবহার করার জন্য অনুমতি দিয়ে দিন।
এবার লক্ষ্য করুন সাইটটিতে আপনার একাউন্ট দেখা যাচ্ছে এবং আপনাকে আনফ্রেন্ড/ব্লক করা সকল পাপীকে খুঁজা হচ্ছে ।
এই হচ্ছে খুঁজে বের করা ফলাফল!! :O । এখন আপনি একটি কাজ করতে পারেন আবার নাওবা পারেন। সেটি হচ্ছে প্রত্যেকটি আইডি নেমে ক্লিক করে নতুন ট্যাবে খুলে তাদের চেহারা দেখতে পারেন।
যে কারা আপনাকে করেছে আনফ্রেন্ড, যেহেতু এখন শুধুই নাম, ছবি দেখায় না।
যেমন আমি নতুন ট্যাবে খুলে এই পাপীকে দেখে নিচ্ছি। আর যেহেতু অযথাই আমাকে সে ফ্রেন্ড করেছিল এক সময়, আবার বিনা অপরাধেই আনফ্রেন্ড করেছে। তাই তাকে ইচ্ছে হলে আপনি ব্লক ও করে দিতে পারেন। যেন বাকি জীবন আর এই পাপী আপনাকে খুঁজে না পায় ।
ফেসবুকে আমাকে পাবেন এখানেঃ
► ফেসবুকে আমার ফ্যান পেজ রয়েছি একটি, লাইক দিতে পারেন আমার পোষ্টের খোঁজখবর পাবার জন্য ◄
এবং আমার পার্সোনাল ব্লগ সাইট “বাংলা ল্যাব.কম” ও “ব্লগ.বাংলা ল্যাব.কম” ঘুরে আসতে পারেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।