আমাদের কথা খুঁজে নিন

   

একটি ফেসবুক আনফ্রেন্ড এবং সযতন জমানো কিছু বিষন্ন চিরকূট

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম..।

উৎস্বর্গ:

আমার ভীষণ প্রিয় একজন মানুষকে। যার স্নেহ আমায় প্রচন্ড ক্লান্তিতেও সামনে পথ হাঁটার শক্তি যোগাত। যার ভালোবাসা জীবনের প্রতি আমার শ্রদ্ধা ফিরিয়ে দিয়েছিলো। আমার মনে হয়েছিলো, আমি এই পৃথিবীতে অনাহুত নই..।

[/s]


প্রিয় আপনি,
আপনার সাথে আমার একটা অদ্ভূত মিল আছে। আমিও খুব হাঁটি। মন ভালো থাকলেও হাঁটি। টিউশনি করতে যাবার সময় রিকশা ভাড়া বাঁচানোর জন্য হাঁটি। পকেট খালি থাকলে হাঁটি।

নেট বিল বাঁচানোর জন্য হাঁটি। কারনে অকারণে হাঁটি। তবে আপনি ক্লান্ত হয়ে পড়েন। তারপর বাসায় ফিরেন। আর আমি কি করি জানেন? ক্লান্ত হয়ে পড়লে রাস্তায়ই ঘুমিয়ে পড়ি।

ছোটবেলা থেকে পরিবার ছেড়ে একা একা বড় হয়েছি। নিজের ভেতরের একাকীত্ব কাটানোর জন্য কতো কি যে করেছি! কতো রাত যে কেটে গেছে একটু সুন্দর হাসির অপেক্ষায়। দূর থেকে দূরের পথে হেঁটে গেছি অবিরাম। মাসের পর মাস কোন সলিড ফুড না খেয়ে কাটিয়ে দিয়েছি অবলীলায়। কেনো এমন করে চলেছি জানেন? মন খারাপ হলে, নিজের একাকীত্বটা কখনো অসহ্য মনে হলে, আমি তখন নিজেকে খুব কষ্ট দিই।

ইচ্ছে করে, নিজেকে গুড়িয়ে দিতে। অনিয়ম করে করে আমার শরীরটা একেবারে ভেঙ্গে গেছে। সবসময় মনে হয়, কি লাভ এতো এতো নিয়ম মেনে? আর হয়তো খুব বেশীদিন পৃথিবীর আলো দেখবার সৌভাগ্য আমার হবে না। ……………….কাকতালীয় হলেও আপনার মতো বৃষ্টি আমার ভীষণ প্রিয়। এমন খুব কম সময়ই হয় যে- বৃষ্টি এসেছে, অথচ আমি ভিজতে পারিনি।

ছাদের উপর সোজা হয়ে শুয়ে বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। আমাদের এখানে একটু একটু করে বৃষ্টি পড়তে শুরু করেছে। কয়দিন পরেই বর্ষা এসে পড়বে।
প্রচন্ড দুঃখে ঝরে পড়া, ফোটা ফোটা অশ্রুবিন্দু ছাড়া আমার আর কিছুই দেয়ার নেই। ………,তারপরও আপনি ভালো থাকুন।

ভালো থাকুন। ভালো থাকুন। হয়তো কিছুই করতে পারবো না। তবুও জানবেন, আমি আছি আপনার পাশে সবসময়। কারো জন্য শুভকামনা করলে সেটা কখনো বৃথা যায় না।

তাই বলছি, আমি আছি। আপনার সব কষ্টগুলো দু’হাতে তুলে নেয়ার আশায়। আমার ক্লাসের সময় হয়ে গেছে। আবার পরে লিখব। এখন যাচ্ছি।

তবে যেভাবেই হোক, ভালো থাকবেন। কি বলব ঠিক বুঝে উঠতে পারছি না। শুধু বলি, দেখবেন একদিন আপনার জীবনটা ভরে যাবে আনন্দে। কষ্টগুলো ঠিকঠিক ফিরে আসবে বাঁধভাঙ্গা সুখ হয়ে। ভালো থাকুন।

অসম্ভব রকমের ভালো।
আজ এ’পর্যন্তই।

ইতি
একজন আমি
একটু স্নেহ পাবার কোনই অধিকার নেই যার

…………………………………………

প্রিয় আপনি,
কাল থেকে অসংখ্যবার মেইল চেক করেছি। বারবার মনে হয়েছে, এই বুঝি চিঠি এলো। কিন্তু……………।

বাইরে এখন ঝুম বৃষ্টি হচ্ছে। আমার মনে হয় কি জানো? আকাশটা ভীষণ একা। আর তার এই একাকীত্ব তাকে জন্ম থেকে কাঁদিয়ে চলেছে অবিরাম। তোমাকে আমার সারাক্ষণ মনে পড়ে। তোমার এমন হয় কখনো? হয়তো অসংখ্য শুভাকাঙ্খী, প্রিয় মানুষ আর বন্ধুদের ভিড়ে আমার কথা তোমার মনেই পড়ে না।

আমার পৃথিবীটা অসম্ভব ছোট। প্রিয় মানুষের সংখ্যা খুবই কম। সে কারণেই হয়তো তোমাকে মনে করতে আমার কোন কষ্ট হয় না। মনটা কেমন এলেমেলো হয়ে আছে। কি লিখতে বসলাম, আর কি লিখছি, বুঝতে পারছি না।

রাত শেষ হয়ে আসছে। আমি বসে আছি একটুকরো চিঠির অপেক্ষায়। কি অদ্ভূত এই পৃথিবী! কি অবুঝ আমি! তবুও ভীষণভাবে বিশ্বাস করি, কাউকে ভালোবাসলে, হৃদয়ের অতল তলে আপন করে নিলে, তাকে একদিন আসতেই হবে। তাই ভালোবেসে যাই।

ইতি
একজন আমি
একটু স্নেহ পাবার কোনই অধিকার নেই যার



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.