আমাদের কথা খুঁজে নিন

   

যে কারণে সে আমাকে ফেসবুকে আনফ্রেন্ড করল

আমি কবি নই , তবু কাব্যেই আমার অলস বিচরণ , আমি স্বপ্নাহত , তবু স্বপ্নেই আমার দিন যাপন বেশ কিছুদিন আগের কথা । আমার ফেবু ফ্রেন্ডলিস্টে আমার এক মেয়ে কলিগ ছিল। ইংলিশ মিডিয়ামের ছাত্রী, সেইরাম পার্ট। আর ক্যামহোলিক, দিনে যে কত পিক আপলোডাইতো তার হিসাব নাই, ম্যাক্সিমাম ই বাথরুমের আয়নায় তোলা সেলফ পিক মাঝে মাঝে দেখা যাইতো হাঁসের মত ঠোঁট কইরা পিক দিসে ... প্রতিদিন তার এই পিক এর অত্যাচারে টেকা দায়। প্রায়ই ব্ল্যাকবেরি দিয়ে আপলোড দিত । কিছুদিন পর নতুন একটা আইফুন নিসে, ওইটাও না দেখাইলে কি হয় ? আবার সেই বাথরুমের আয়নার সামনে পিক তুলে আপলোড দিয়ে প্রোফাইল পিক দিল। আমার মাথায়ও শয়তানি বুদ্ধি চাপল। কমেন্ট করে বসলাম " WoW !! you got a new iPhone, but I can see your bathroom flash is still broken" ( বাথরুম ফ্ল্যাশ হ্যান্ডেল টা ভাঙ্গা ছিল ) আমারে ওইদিনই ও ব্লক মারসে  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.