দয়া করে সুস্থ ব্লগিং করুন,অহেতুক গালাগালি করবেন না।
অনেকেই মনে করেছিলেন যে ইন্টেলের চেয়ারম্যানকে
খাতির যত্ন করলে বিনিয়োগ পাওয়া যাবে।
আমাদের মনে রাখতে হবে যে ইন্টেলের চেয়ারম্যান একজন ব্যবসায়ী মানুষ,তারা যে দেশে বিনিয়োগ করবেন সেই দেশ সম্মন্ধে পুরোপুরি অবগত হন তাদের
নিজেদের সোর্স দিয়ে,সেখানে কোনভাবেই লালগালিচা সংবর্ধনা দিয়ে মন পাওয়া যায় না।
তিনি এই দেশে আসার আগেই ভারতে ঘোষনা দিয়ে এসেছেন যে যদি ইন্টেল আরো বিনিয়োগ করতে চায়,তাহলে তাদের প্রথম পছন্দের দেশ ভারত।
সেটা স্বাভাবিক,যে দেশে তারা ব্যাঙ্গালোরে সেট আপ বসিয়েছে সেই দেশে সেটাকে এক্সপান্ড করাটাই তো তাদের জন্য সুবিধাজনক।
তারা কেন বাংলাদেশে আসবে?কী বিশেষ কারনে?কোন কারনই তো নেই।
আমাদের না আছে পর্যাপ্ত অবকাঠামো,না আছে ভালো ইংরেজী জানা জনবল।
ব্যবসায়ীরা নিজের লাভ খুজেঁ,তারা যদি দেখে যে কোন দেশে গেলে লাভ হবে,সেই দেশে গিয়ে তারাই
সরকারের কর্তাব্যক্তিদের খুজেঁ বের করে,দেন দরবার করে,প্রয়োজনে ঘুষ দিয়ে কাজ আদায় করে।
সেখানে সরকারের লালগালিচার কোন দরকার নেই।
লালগালিচা দিয়ে ব্যবসা পাওয়া যায় না।
বাংলাদেশের কোন গার্মেন্টস ব্যবসায়ীকে যদি আমার গ্রামে নিয়ে গিয়ে একশটা গেট বানিয়ে সংবর্ধণা দেই,একহাজারটা গরু জবাই করে খাওয়াই সেই ব্যবসায়ী কি আমার গ্রামে গার্মেন্টস করবে ?করবে না।
কারন তাকে ঢাকা বা চট্টগ্রামেই গার্মেন্টস করতে হবে । আমার গ্রামে না,এমনকি তার নিজের গ্রামেও তার বাপের কাছ থেকে পাওয়া ফ্রি জমিতেও করবে না,দরকার হলে কোটী টাকা দিয়ে গাজীপুর সাভারে জমি কিনে গার্মেন্টস করবে।
আসলে নিজেদের উন্নত করলে এমনিতেই বিনিয়োগ আসবে,তখন কোন চেয়ারম্যান কিংবা প্রেসিডেন্টকে তেলাতে হবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।