এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, বৃহস্পতিবার ব্রাসওয়েল চিপ বিষয়ে এ আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টেল।
স্বল্পদামের পিসি, নোটবুক, কনভার্টিবল কম্পিউটার ছাড়াও ২০টি ক্রোমবুক ডিজাইনে ব্রাসওয়েল চিপ ব্যবহার করা হবে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে ইন্টেলের পিসি ক্লায়েন্ট গ্রুপের জেনারেল ম্যানেজার কার্ক স্কাউগেন জানিয়েছেন, গত বছর (২০১৩) তাদের হাতে মাত্র চারটি ক্রোমবুক ডিজাইন থাকলেও এবার তাদের হাতে ২০টিরও বেশি ক্রোমবুক ডিজাইন আসবে।
নতুন এ চিপটি আগের বে ট্রেইল চিপের চেয়েও ক্ষমতাসম্পন্ন ও শক্তির দিক থেকে বেশ দক্ষ হবে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এ চিপটি আনুষ্ঠানিকভাবে কবে নাগাদ বাজারে আসবে সে বিষয় সম্পর্কে এখনও নিশ্চিত করেনি ইন্টেল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।