আমাদের কথা খুঁজে নিন

   

আপুরা কী ন্যাকা না কী

কারো জন্য বেশি ভেব না, কারো জন্য খারাপ থেকো না,কারো জন্য কষ্ট পেও না .। .। .অল্প কেঁদো কেমন । । কয় দিন আগে facebook এ এক মেয়ের ছেলেদের স্বভাব নিয়া একটা পোস্ট পড়ছিলাম সেটা পরে তাদের স্বভাব নিয়া আমি ও একটু লেখার চেষ্টা করলাম আর কী ।

যারা প্রেম করেন না বা করবেন ভাবছেন তাদের স্বভাব ...। । ১.আড় চোঁখে ছেলেদের দিকে তাকায় । ২.কাম নাই কাজ নাই হুদাই চুলে হাত দিব । ৩.ভাব নিব নিজে জেন হুরপরী ।

৪.রাস্তায় চলার পথে মাঝে মাঝে পিছনে ঘুরে তাকাইবো । ৫.কথা বলার স্টাইল পুরা change হয়ে যাবে । ৬.মাঝে মাঝে শরিল এর বিশেষ বিশেষ অঙ্গের কাপড় নারা চাড়ার নামে অঙ্গ প্রদশন[ হাতের পাঁচ আঙ্গুল সমান না মনে রাইখেন ] ৭.ফোন দিলে এমন ভাবে কথা বলবে যেন জীবন এ প্রথম কোন ছেলের সাথে কথা বলতে ছে । ৮. সামনের বাসায় যদি কোন ছেলে থাকে তা হলে হুদাই বারান্দায় ঘুরা ঘুরি । ৯. ফুল ভলিউম এ [তেরিমেরী টাইপ] রোমান্টিক গান শুনা ।

১০.২/৩ দিন ফোনে কথা হলে তো খালি সময় অসময়ে মিসকল দিব । ১১.ঘুরতে গেলে তার ব্যাগ থেকে ১ পয়সা ও বের করবে না । [তা হলে হুদাই কেন ব্যাগ তা সাথে নিয়া ঘুরেন ] এবার যারা প্রেম করে তাদের জন্য কয়টা দিলাম ............... ১.বয়ফ্রেন্ড তো মানুষ না যেন কেনা গোলাম [বেতন ছাড়া ] ২.তার কোন ভুল ধরা জাইবো না । ৩.সে সব সময় ঠিক । ৪.মাঝে মাঝে তারে নিয়া ঘুরতে যেতে হবে ।

৫.মাঝে মাঝে ফাস্টফুড বা চাইনিজে নিয়া যেতে হবে । ৬.কোন স্পেশাল দিন এ পরিবার কে সময় না দিয়া তারে সময় দিতে হবে । ৭.বিভিন্ন স্পেশাল দিনে তারে স্পেশাল গিফট দিতে হবে । ৮.একটু কড়া কথা বল্লে ই নায়গ্রাফলের মত পানি বর্ষণ । ৯.ফোন ওয়েটিং থাকলে যদি প্রশ্ন করেন ।

কার সাথে কথা বলছো ?? [আর বলোনা,কাল এসাইনমেন্ট জমা দেয়ার শেষ দিন ডিপার্টমেন্টের বান্ধবীর সাথে কথা বলছিলাম। ] ১০.কী করছো ? কেন করছো ? কই গেছো ? টাইপ প্রশ্ন করলে ই শেষ .........। [তোমার মত মানুষ এর সাথে সম্পর্ক রাখা সম্ভব না ] কথায় আছে স্বয়ং বিধাতা ও নারীর মন বুঝেন না ..... আর আমার মত নালায়েক কেমনে বুঝবো । তার পর ও একটু চেষ্টা করলাম । ভুল ত্রুটি ক্ষমা করবেন আপু রা ...।

আমি আমআম অনেক দিন পর ব্লগ এ লিখলাম তাই একটা ফানপোস্ট ছাড়া এটা আর কিছু না । । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.