আমাদের কথা খুঁজে নিন

   

আপুরা Beware....

"" Dear GIRLS remove your photos from social sites immediately!" This is a confirmed message, A new online business group from Sri Lanka selling female edited PHOTOS to pornsites by downloading the PHOTOS from FACEBOOK! , highly paid professional graphic designers are hired to edit women's photo and the make it so realistic, it looks 100% real ! , each photo they earn $10. Recently there have been many reports of divorces and cancellation of engagements because of these PHOTOS found in Internet. Don't put Yourself in trouble by uploading your Pictures and finding yourself naked in the Internet and don't spoil your future by having entertainment on FACEBOOK !! Share this and help our SISTERS (copied) "" এই কথাগুলো ১০০ % সত্যি । শুধুমাত্র শ্রীলংকা না ইউরোপের বিভিন্ন দেশে ফেইসবুক থেকে আকর্ষণীয় মেয়ে এবং ছেলেদের ছবি কেনা হয় । এটা ফেইসবুকের একটা প্রাইভেট বিজনেস । খুব ভালো ভাবে খোঁজ খবর নিলে আপনারা জানতে পারবেন । শুধুমাত্র ছবি না, আমাদের Information ও বেচা-কেনা করা হয় অনেক দামে ।

আপনারা হয়তো অনেকেই জানেন ফেইসবুক থেকে ছবি Permanent ভাবে কিন্তু রিমুভ করা যায় না । ছবি ডিলিট করে দিলে ওদের ডাটাবেজ থেকে ঐ ছবিটি আর Show করবে না কিন্তু ছবিটা ওদের কাছে থেকেই যায় । এখন আসি এডিটিং এর বিষয় এ... মেয়েদের রং ফরসাকারী ক্রিম অ্যাডোবি ফটোশপ এ কোন কিছুই এখন ইম্পসিবল না । অ্যাডোব এর একটা প্রোডাক্ট " অ্যাডোব লাইটরুম " এর কথা বলি । " অ্যাডোব লাইটরুম " এর সাহায্যে ছবির লাইটিং ঠিক করা হয়।

ধরেন ছবিতে কোন জায়গায় আপনার উপর ঠিক মত আলো পরে নাই বা আলোটা দূরে আছে... " অ্যাডোব লাইটরুম " দিয়ে আপনার উপর সেই নির্দিষ্ট পরিমান আলোর ইফেক্ট আপনি ঠিক যেখানে চান সেখানে ফেলানো যাবে যাতে ছবিটা realistic হয় । ইউটিউবে সার্চ দিলে এর ক্ষমতা সম্পর্কে জানতে পারবেন । একটা sample দিলাম... [Adobe Lightroom Photo Editing Workflow , এটা লিখে Youtube এ নিজের চেষ্টায় সার্চ করেন ] অ্যাডোব ফটোশপ... its an amazing thing । manually ছবি এডিট করতে এর থেকে বেটার কোন সফটওয়্যার আমার জানা মতে নেই । আমি নিজেও এটা ব্যবহার করি ।

এটার সাহায্যে কি করা যায় না বলেন... মোটা মানুষকে চিকন আর চিকনকে মোটা বানানো অনেক সোজা [ expert দের জন্য] । আপনার গলা কেটে masking পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই অন্য মানুষের গলায় বসানো যাবে, আপনি ধরতেও পারবেন না। যে কোন অঙ্গ-প্রতঙ্গ enlarge করা যায় খুব সহজেই । কি আপনি makeup করতে ভুলে গেছেন , মুখে ব্রনের দাগ কিংবা কাটা দাগ, আপনি দেখতে কালো বিয়ে হচ্ছে না , skin রাফ & টাফ ?? আরে অ্যাডোবি ফটোশপ আছে না । Normal ভাবে একটা ছবি তুলুন তারপর photoshop এর কাজ ।

আপনার makeup ডিজিটাল ভাবে করা হবে । একনিমিষেই আপনার ব্রনের দাগ+ কাটা ছেড়া দাগ গায়েব হয়ে যাবে । Photoshop + Lightroom আছে না... আপনি নিমিষেই ফরসা । এসব সবই নিখুত ভাবে সম্ভব ভালো একজন expert এর কাছে... আপু এবার আপনাদের কাছে আসি। ফেইসবুকে নিজেদের awesome awesome hot পিক দিয়ে কোন লাভ নাই, উল্টা বিপদে পরবেন ।

কি দরকার বাথরুম আর টয়লেটের চিপায় ঢুইকা ছোট-খাট ড্রেস পইরা ,সাপের মত মোচড়াইয়া মুখটারে বিভিন্ন এঙ্গেলে ঘুরাইয়া ছবি দেয়ার । আপনারা outdore -ও আরও যে কি করেন বলার দরকার নাই , সবাই জানে । যে সুন্দর সে সব স্থানেই সুন্দর । অবশ্য দোষ আপনাদের না ... যেই হারে স্টার প্লাস আর জলসা দেখেন তাতে কোন নায়িকার থেকে আপনার কম হইতে চান না । একটা ছোট কাহিনী বলি... " রোম্যান্টিক সিন... নায়ক নায়িকাকে বলতেছে কাছে আসো... নায়িকা বলতেছে আমার ওড়না নাই লজ্জা লাগতেছে , তুমি কাছে আসবা না ।

( দুই হাত দিয়ে নায়িকা নিজেকে ঢেকে রাখছে) নায়ক বিছানার উপর থেকে একটা চিকন ওড়না [ অবশ্য দড়ি বললেও ভুল হবে...] নায়িকার দিকে ছুঁড়ে দিল । নায়িকা তাহা পেয়ে গলায় দিয়ে নায়কের সামনে আসলো । বাকিটা আর বললাম না শেষমেশ উত্তেজিত হয়ে জাবেন... আমার একটা প্রশ্ন আছে ?? ওড়না কি গলায় দেবার জিনিস ?? বালের ঢং... আমার ওড়না নাই... ঐ দড়ি পইরা আর না পইরা কি লাভ হইছে ? মানুষ যা দেখার তা তো দেখছেই আর তোমার যা দেখানোর দরকার তা তো তুমি দেখাইছই ... আর সব সিরিয়ালে মানুষজন সাইজাগুইজা থাকে যেন ওগো বাপের বিয়া... আর পরকিয়া তো মিছ নাই। এক মাইয়া চোদ্দ পোলাগ সাথে প্রেম করে । আমাদের মাননীয় আপুরা তাহাদের আম্মাদের সাথে বইসা এইসব সিরিয়াল দেখেন ।

আর রাস্তায় বের হইলে ওমন সাজ দেন । ওড়না থাকে একসাইডে ... গালি আসতেছে... একটা জামাইয়ের জন্য আর বাকিটা দুনিয়ার সব পোলাদের জন্য ? কেউ কিছু বললেই আমাদের টিজ করে... ইভটিজিং !! ইভ রে কি কেউ জীবনেও টিজ করছিল নাকি ? তিন বেলা থাপ্রাইতে মন চায় । আপনারা ভদ্র ভাবে চলেন দুনিয়ার কোন ছেলের সাহস নাই আপনাদের বাজে কমেন্তস করে । পর্দা করেন... আমরা তো মুসলিম... এখন আবার অনেকেই বলবেন সব জিনিসে ধর্ম নিয়া আসেন কেন ? আচ্ছা ধর্ম বাদ দিলাম । একবার ভেবে দেখেন আপনাদের সুন্দর সুন্দর ছবি গুলো ফেইসবুক থেকে ডাউনলোড করে সেগুলো ভালো expert দের দ্বারা এডিট করে বিভিন্ন পর্ণ ছবিতে সংযুক্ত করে internet এ ছেড়ে দিলে কি অবস্থা হবে ? Internet দুনিয়ায় পর্ণ একটা জমজমাট business...আপনার ঘরে আপনার ছোট ভাই অথবা বোনটাই internet use করে ।

সমাজে মুখ দেখাতে পারবেন না , যদিও আপনি দোষী নন । আপনার ভবিষ্যৎ পুরো নষ্ট হয়ে যাবে... অনেকেই হয়তো আত্মহত্যা করবেন... আর যারা নিজেকে প্রভা আপু মনে করেন তাদের কিছু বলার নাই... -- Anas hassan ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.