আমাদের কথা খুঁজে নিন

   

রহস্যময় প্রকৃতি: ইংল্যান্ডে বরফের ভিতর কমলা রংয়ের ব্যাঙ

টেকনলজি খুব ভালোবাসি। তবে লেখার চাইতে পড়তে বেশী ভালো লাগে। নতুন নতুন গ্যাজেট নিয়েই বা সন্ধান করতেই দিন কাটে। সকালেই ঘুম ভেংগেই আইফোনে দিন শুরু করি। তারপর ল্যাপি তো লেগেই আছে বউয়ের মতো।

মা তো রাগ করেই বলে বয়েস হয়ে গেছে কিন্তু তার ছেলের বউ খোজাঁর দরকার ব্যাঙ বলতেই চোখের সামনে ভেসে উঠে সবুজ অথবা কালচে রংয়ের ছোট চারপেয়ে একটি প্রাণী। এতোদিন ধরে এটাই ছিলো স্বাভাবিক। কিন্তু ইংল্যান্ডের ডার্বিশায়ারের স্টিভ অ্যাটকিন তার বাড়ির পিছনে একটি সরু গলি মধ্যে উদ্ভট কমলা চারপেয়ে প্রাণী দেখতে পান। প্রথমেই খেলনা মনে করে এটি স্পর্শ করতে যেতেই এটি তুষার থেকে সরে যাওয়ার চেষ্টা করছিলো। পরে তার স্ত্রীকে বলতেই তিনি তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে বলেন।

স্টিভ তাদেরকে উদ্ধার করে একটি পানি ভর্তি গামলায় রাখেন। তখনো তার ধারণা ছিলোনা এগুলো কি। এদের মধ্যে চারটি ছিলো, পরে একটি মারা যায়। ফটো তুলে ডার্বিশায়ার ওয়াইল্ডলাইফ ট্রাস্টে পাঠানো হলে তা বিশেষজ্ঞদের অবাক করে। ডার্বিশায়ার ওয়াইল্ডলাইফ ট্রাস্টের ক্রিস উড বলেন, "ম্যানচেস্টার প্রাণী বিশেষজ্ঞরা এর শ্রেনী সনাক্ত করার চেষ্টা করছে।

তিনি আরো বলেন: "স্পষ্টভাবে এটি স্হানীয় না। আমরা এখনও জানিনা এরা কোথা থেকে এসেছে। তবে মাঝে মাঝে প্রাণীকুল তাদের নিজস্ব পরিবেশ ছেড়ে ভিন্ন পরিবেশে মাইগ্রেট করে। তবে এটি কখনো কখনো আমাদের নিজস্ব বন্যপ্রাণী জন্য ভয়াবহ পরিণাম হতে পারে। আমরা এই ধরণের পরিস্থিতির এড়াতে সচেষ্ট" মূল খবর এইখানে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.