আমাদের কথা খুঁজে নিন

   

পোকা মানবের আস্তানায়

ঘুমিয়ে পড়ার আগে......

ছুটি ছুটি করতে করতে একদিন হঠাৎ উপস্থিত হয়ে গেলাম পোকা মানবের আস্তানায়।পোকা মানব আমার সম্পর্কে আগে থেকেই আভাস পেয়ে গিয়েছিলেন,তাই আমাকে প্রথম বার দেখার পর পোকা মানবের চেহারার কি অবস্থা হতো ঐ মজা টা মিস করলাম।তারপড়ে ও পোকা মানবের প্রশ্ন ছিল 'সাব্বির' কোন জন?? পোকা মানব এত কম খাওয়ার আয়োজন করলে কি চলে নাকি!!!চার ঘন্টা ছিলাম তার মধ্যে মাএ তিন বার খাওয়ালেন পোকা মানবের কি ইচ্ছে ছিল বলতে পারছিনা,তবে আমার কিন্তু লম্বা সময় আপনার আস্তানায় থাকার ইচ্ছে ছিল,কিন্তু সময় যে কম ছিল পোকা মানবের আস্তানার প্রতি পদক্ষেপেই মনে প্রশ্ন জাগে,এটা কেন,ওটা কেন,এটা কোথা থেকে,ওটা কোথা থেকে...হয়ত পোকা মানবের তাই ইচ্ছে। পোকা মানব আপনার সাথে কাটানো সময়ের কথা কি সহযে ভুলা যাই,আর লাল ছোট্ট থলে টা,আর সেই বিখ্যাত হেসি টার কথা কেমনে ভুলি পোকা মানবের দু:খ,সাব্বিরের যোগ্যতা গুলো কেন যে....সবাই না হয় মানুষ হোক,আমি পোকাই থাকি। এই বার পোকা মানবের আমার এখানে আসার পালা,পুকুরের মাছ গুলো আর কত দিন পাহারা দিয়ে রাখা যায় .... ও ও ও পোকা মানব,আরেক টা কথা... শান্তি কোথায় খুজে পাবি তারে??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।