আমাদের কথা খুঁজে নিন

   

সিনেমার পোকা

আমার ছবি দেখার অভ্যাসটা সেই ছোট বেলা থেকে। যখন আমি ক্লাস টু, থ্রি, অথবা ফোরে পড়ি। অভ্যাসটা ছাড়তে পারিনি। এখন তেমন একটা সময় পাইনা। কারণ আমি যে চাকরি করি তাতে সময় পাইনা ছবি দেখার।

তবুও হঠাৎ করে কিছুদিন আগে মাই ফেয়ার লেডি সিনেমা দিয়ে আবার শুরু করেছি সেই পুরনো দিনের মতো সিনেমা দেখা। গত কিছুদিন যে ছবিগুলো দেখেছি সেগুলো একটি অন্যটির চেয়ে ভালো। অসাধারণ... এই ধরুন কাসবলাঙ্কা, রোমান হলিডে, দি সাউন্ড অব মিউজিক, অলিভার টুইস্ট, মেরি পপিনস, দ্য বাইসাইকেল থিফ, পিয়ানো.....আপনারা ভাবতে পারেন আমি ছবির তালিকা দেখে দেখে নাম বলে যাচ্ছি। আসলে তা না। একেকটা ছবি আমাকে একেকটা ভিন্ন ধরনের জগতে নিয়ে যাচ্ছে... একটু আগে শেষ করলাম ১৯৩৮ সালের অস্কার পাওয়া ছবি ইউ ক্যান নট টেক ইট উইথ ইউ।

আজ থেকে ৭৩ বছর আগে এমন একটা ছবি তৈরি হতে পারে, এমন অসাধারণ ছবি... আমি আসলে কল্পনাই করতে পারছিনা। কদিন আগে দেখেছি মিউটিনি অন দ্য বাউন্টি, দ্য গ্রেট জিগফিল্ড, কাল দেখলাম দি লাইফ অব এমিল জোলা.... তালিকায় আছে মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং, ইউরো ট্রিপ, রোড ট্রিপ, বোট ট্রিপ, কলেজ রোড ট্রিপ, ফরেন এক্সচেঞ্জ, ডর্ম ডেজ এর মতো কিছু ফানি ছবিও... প্রেটি উমেন অনেক আগে দেখেছি.. আবার দেখব... ভাবছি সিনেমার পরিচালক হলেই ভালো হতো... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.