একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
আমার মনে হয়, চলমান এই সংঘর্ঘের কারণ শুধু যে গতকালের ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে তা নয়। দীর্ঘদিন ধরে মানুষের মনে ক্ষোভ জমে ছিল এই প্রশাসনের বিরুদ্ধে। দেশের বেশীর ভাগ মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করে। তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। যেমন ধরা যায়, দ্রব্যমূল্যের উচ্চগতি। প্রশ্ন আসতে পারে তাতে ছাত্রদের কি? কিন্তু আজ পর্যন্ত যত আন্দোলন হয়েছে তা শুরু হয়েছে ছাত্র সমাজ থেকে। এই চলমান আন্দোলনে শিক্ষকরা এবং ব্যাবসায়ীরা একাত্বতা ঘোষনা করেছে। এ আন্দোলনকে কেউ রাজনৈতিক আন্দোলনের প্রতিচ্ছবি বলবেন না প্লিজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।