আমাদের কথা খুঁজে নিন

   

এডিটর তারিক আনোয়ারঃ একটি সাক্ষাত্কার

http://www.myspace.com/423882880/music/songs/31785002

তারিক আনোয়ার ইরানিয়ান ফিল্ম এডিটর। বেড়ে ওঠেছেন লন্ডনে। অভিনেত্রী গেব্রিয়েল আনোয়ারের বাবা। নিজের জীবন নিয়ে, এডিটিং নিয়ে বলেছেন নানান কথা। ১/ ফিল্ম স্কুলে কখনো গিয়েছেন না যাননি? - লন্ডন স্কুল অফ ফিল্ম টেকনিকে দ্বিতীয় সরকারি অনুদানটি আমি পাইনি, ম্যাথস/ফিজিক্স ডিগ্রীর জন্য পাওয়া প্রথম অনুদানটি অযথাই নষ্ট হয়েছে।

আমি ফিল্ম স্কুলের ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিলাম না, যখন দেখলাম কর্তৃপক্ষ স্নাতক শিক্ষার্থীদের খুব ভালোভাবে ইন্ডাস্ট্রির জন্য তৈরি করতে পারছেনা। একজন ছাত্রের এডিটিং শেখার জন্য তিন বছরের পড়াশোনা যথেষ্ট নয়। অনেকে স্কুল থেকে বের হয়ে এডিটিং এর কাজে লেগে পড়ারও কোনো সুযোগ ছিলো না। ২/ বিবিসিতে কাটানো ১৮ বছরকে আপনি কেন "প্রশিক্ষণের সর্বোত্তম প্রাপ্তি" হিসেবে মনে করছেন? - এখানে একজন সাধারণ মানুষ হিসেবেই আপনি যদি সব কাজ ঠিক মতো করেন, আপনার সম্পাদনা সহযোগী থেকে সরাসরি এডিটর হিসেবে প্রোমোশন হওয়ার কথা। যেটা আমার হয়েছিলো।

আমি ১৬ মিলি রিভার্সাল প্রিন্টে অসংখ্য ডকুমেন্ট্রিজ, কমেডি, শিশুতোষ অনুষ্ঠান , নাটক এবং অন্যান্য টুকরো খবর নিয়ে কাজ করেছি যা তাত্ক্ষণিক প্রচারের জন্য ব্যবহৃত হতো। তিন মিনিটের এসব কাজ কাটাকাটি করতে হতো এবং স্বল্প সময়ে সেটাতে ভয়েস ওভার বসাতে হতো! অবাক ব্যাপার হলো, সেখানে টেলিসিনে নতুন কোনো দৃশ্য সংযোজন বা কাটাকুটির জন্য অতিরিক্ত কোনো রুম ছিলো না। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.