সুখীমানুষ
টিভি মিডিয়াতে চাকরী - ৩ (পদঃ এডমিন অফিসার)
দুঃখিত সিরিজটা লেখায় অনেক দেরী হয়ে গেল। প্রথম কারণ আমার মা অসুস্থ হয়ে ছিলেন একটা মাস হাসপাতালে। তার পরে আবার গেল ইলেকশন এর কাজের চাপ। যই হোক, এখন থেকে নিয়মিত লিখবো ইনশাল্লাহ।
ভিডিও এডিটর পোষ্টটি খুবই প্রয়োজনীয় একটি পোষ্ট টিভি মিডিয়াতে।
চিন্তা করে দেখেন, একটা নাটক কিংবা নিউজে অনেক্ষন শুট করা হয় কিন্তু ফাইনালি সিলেক্ট করা হয় অল্প একটু অংশ। এই ভিডিও অডিও কাটাকাটি করা, এক শট এর সাথে অন্য শট জোড়া দেওয়া, অডিও ভিডিও'র লাইটিং লেয়ার ইত্যাদি ঠিক করা এইরকম নানবিধ জরুরী কাজটি করেন এই ভিডিও এডিটররা।
যোগ্যতাঃ এডোব প্রিমিয়ারে কাজ জানতে হবে। এডোব আফটার ইফেক্ট, এডোব ফটোশপ এই সবের কাজ জানা থাকলে অবশ্যই কাজে দিবে। অনেক ষ্টেশনে আবার ম্যাক এর এফসিপি (ফাইনাল কাট প্রো) তে ও এডিটিং এর কাজ করা হয়।
তবে প্রিমিয়ার এ যদি ভালো হন তাহলে আজ থেকেই শুরু করে দিতে পারেন এডিটর হিসাবে প্রফেশনাল লাইফ। প্রত্যেকটা ষ্টেশনই ভালো এডিটরের খুঁজে থাকে। অতএব, Better late than never… আজ থেকেউ খুঁজ খবর নিতে শুরু করুন।
ইন্টারভিও এর ধরণঃ শুধু টুলস্ এর ব্যাবহার জেনেই যদি মনে করেন আপনি এডিটর হয়ে গেছেন তাহলে কিন্তু বিরাট বড় ভুল করবেন। কারন ফ্রেমিং, শট ইত্যাদিও বুঝতে হবে।
কখন ডিজল্ভ দিবেন কেন দিবেন এই সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে। তারপরে সাধারণ জ্ঞান এর যথার্থ প্রয়োগ করতে পারেন কি না তাও একটা বড় বিষয়। কেননা ধরুন ৩ ক্যামেরায় একটা অনুষ্ঠানের শুটিং হলো। কিন্তু এডিট করতে গিয়ে দেখলেন মাষ্টার ক্যামেরা থেকে একটা শট দরকার কিন্তু কোন কারণে এই শটটা রেকর্ড হয়নি মাষ্টারে তখন কোন ক্যামেরার কি শট দিয়ে তা রিকভার করবেন তার ডিসিসন নিতে হবে।
একটা ষ্টেশনে মোটামোটি ৩০ থেকে ৩৫ জন এর মত ভিডিও এডিটর লাগে।
আর বেতনের হলো ১৫ থেকে শুরু করে অনেক অনেক বেশী পর্যন্ত। ভালো নাম ডাক থাকলে সাধারণত বিদেশী ষ্টেশনগুলো থেকে ডাক আসে (যেমন বিবিসি, সিএনএন, ইসএসপিএন ইত্যাদি) তখন বেতনের শুরুটাই হয় ১ লক্ষ+ টাকায়।
তো শুরু করে দিন...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।