আমাদের কথা খুঁজে নিন

   

সামুর এডিটর দেরকে বলছি...............শুনুন, কান দিয়ে নয়........

আমি ভাই কঠিন কিছুই বুঝিনা। সোজ বাংলায় বলুন, মন দিয়ে শুনবো....... শুনুন, কান দিয়ে নয়, মন দিয়ে। আর পড়ুন চোখ দিয়ে। ব্যপার টা কেমন আগে পরে হয়ে গেলনা? ও কিছুনা, নতুন লেখক তো! তাই একটু আধটু ভূল করতেই পারে। পারলে তা ক্ষমার চোখে দেখবেন।

একটু আগে এখানকার নীতিমালা গুলো পড়লাম। অনেক ভালো লাগল। আমি কিন্তু পাম্প দেওয়ার জন্য লিখতে বসিনি। বসেছি মনের দুঃখ গুলো বিলিয়ে দিতে। এক খানা ছড়া মনে পড়ে গেল, বলে ফেলি না হয় পরে ভুলে যাব, `নিজের দু:খ বিলিয়ে দেব সব সুথীদের বুকে"।

যাক, আসল কথায় ফিরে আসি.........আমি ভাই আবেগ প্রবণ মানুষ, তাই যখন যেটা ভাল লাগে তখন সেটা করি। আমি আগে সাইবার ক্যাফে বসে যখন ব্রাউজ করতাম তখন সামু তে ঢুকে শুধু দেখতাম। নিয়মিত আসতে পারবনা এই ভয়ে রেজিঃ করিনি। তখন থেকেই মনে খুব ইচ্ছা জাগলো ব্লগে লেখালেখি করব। তাই ঝটপট একটি কম্পিউটার কিনে ফেললাম।

যথারীতি রেজিঃ ও করলাম। কিন্তু, আজকে প্রায়ই দুই সপ্তাহ যাবৎ, আমি শুধু ব্লগ পড়েই যাচ্ছি। কোথাও কোন মন্তব্য করতে পারছিনা। কিন্তু এভাবে আর কতদিন আমি ছাগলের তিন নাম্বার বাচ্ছার মত না খেয়ে ফালাইব? যদি পারেন, একটু রহম করেন। মনে কিছু নিবেন না।

আমি অভিমান করলে হয়ত তেমন কোন সমস্যা হবেনা। কিন্তু আপনি করলে..........থাক, আরেকদিন কথা হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.