আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে জঙ্গীবাদ ও জামাত (২)

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

আজকের প্রথম আলো বাংলা ভাই নামক কুখ্যাত জঙ্গীর জবানবন্ধী ছেপেছে। পড়লাম আর অবাক হলাম: ১) বাংলা ভাই নামক দানবের জন্ম দিয়েছে জামাত। ২) সাইদী নামক এক রাজাকার - যে কিনা কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই কোরান - হাদিসের মনমতো ব্যাখ্যা করে - সে হলো বাংলা ভাইএর গুরু। ৩) শুধু মাত্র মহিলা নেতৃত্বের বিষয়ে দ্বিমত হওয়ায় সে নাশকতামুলক কাজের জড়িয়ে পড়ে। একটা বিষয় লক্ষ্যনীয় - জামাত কিন্তু মহিলা নের্তৃত্ব মানে না - শুধু মাত্র কৌশলগত কারনে খালেদা/হাসিনার সাথে বসেছিলো।

জামাতের কোন পর্যায়ে মহিলা নেতৃত্ব নেই বা ভবিষ্যতেও আসবে না। সুতরাং বাংলা ভাইএর মতো হাজার হাজার বাংলা ভাই বসে আছে জামাতের ভিতরে। শুধু মাত্র তাদের হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায়। বাংলাদেশকে ১৭ই আগস্টের মতো প্রকৃত বিপর্যয় থেকে রক্ষার জন্যে এখনই জামাতের রাজনীতি বন্ধ করা উচিত। জামাতকে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষনা করতে হবে।

জামাতের বিরুদ্ধে তিনটা সুস্পস্ঠ অভিযোগ - ১) ৭১ এ যুদ্ধাপরাধ ২) দেশের রাজনীতিতে সুবিধাবাদের নীতির মাধ্যমে সকল লুটেরা সরকারকে সমর্থন দিয়ে দেশে অরাজকতা সুষ্টির মাধ্যমে ঘোলাপানিতে মাছ শিকারে অপচেষ্টা চালানো। ৩) জঙ্গীবাদের জন্ম দেওয়া - লালনপালন - বিস্তার এবং তাদের নিরাপত্তা প্রদান করা। একটা প্রগতিশীল দেশ হিসাবে বাংলাদেশকে দেখতে চাইলে এর বিকল্প নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.