ৎৎতোমার তন্দ্রার সাথে বিদ্ধ কোন অন্ধকার; যারে তুমি
বয়ে নিয়ে চল তোমার ভাগ্য পর্যন্ত
ওইখানে মহাজাগতিক খাদ;কোন অপ্সরার উরু সন্ধিস্থলে।
সেই গুহামুখে স্থির বিড়ম্বিত আতুড় যুবক-
পৃথিবীর এই মহেন্দ্র সময়ে তোমার জিহবায় যে নদীর
স্বাদ লালা হয়ে ঝরে ওটা বিকল্প ফোরাত
যে চোখে দেখনা তুমি সে চোখে অনেকে দেখে
প্রতি অন্ধকার সমুজ্জ্বল তারার মতন জ্বলে
প্রতি গুহার গভীরে আকীর্ণ আরশোলার মল
প্রতি চোখের নিদ্রিত মনিতে বেসুমার জল ছলছল
চোখের দোষের গুনে কেউ করুনার ছলে আলগায়
সভ্যতার ভূমি; যেখানেতুমি-আমি-পূর্বপুরুষের
পদচিহ্ন; সেখানে লেখা আছে করুন ভবিতব্য
পুরান তন্দ্রার পাঁক থেকে বেরুনোর পথ নেই কোন-
তবুও নিশ্বাস ফেলে জন্ম-জন্মাবতার
গুহামুখ থেকে গড়িয়ে পড়ে দেখ অচেনা চিঃকার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।