আমাদের কথা খুঁজে নিন

   

বণ্যা দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ ! কোন শুভংকরের ফাঁকি নয় তো? অন্তুত সকলের কাছে যেন সেরকম কিছু প্রকাশ না পায় !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

অফিস থেকে ফিরছি, বসুন্ধরা সিটির সামনে শ শ মানুষের ভিড় দেখে কৌতুহূলী হয়ে ভিতরে যেতে চাইলেও যেতে পারলাম না, রাস্তায়ই যত মানুষ, মূল ব্যপারটা হচ্ছে, টেলিভিশন, মিডিয়াম প্রথম সারির অভিনেতা, অভিনেত্রীরা একই সারিতে দাড়িয়ে বন্যা দূর্গত মানুষদের জন্য সাহায্য সংগ্রহ করছে। এমন ভাবে সারিবদ্ধ দাড়ানো যে কেউ প্রধান গেট দিয়ে ঢুকতে যাচ্ছে তাকেই অনুরোধ করেই টাকা ডোনেশন বক্সে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। বিষয়টি প্রসঙ্গে টেনে আনছি এই কারণে, আমি গত দুই সপ্তাহ অফিস ও ব্যক্তিগত প্রয়োজনে বিভিন্ন স্থানে যাওয়ার প্রয়েঅজন হয়ে পড়ে, সেখানে ঢাকা শহরের বিভিন্ন শপিং মলগুলোতে প্রয়োজনেই যেতে হয়। যে বিষয়টি দৃষ্টি কাড়ে, বিভিন্ন সংগঠন, ছোট বড় বেশ অনেক সংগঠন বিভিন্ন ব্যনারে বণ্যা দুর্গতদের জন্য সাহায্য সংগ্রহ করছে। দেখেছি একই শপিং মলে একই সঙ্গে ৪টি আলাদা ব্যানারে সাহায্য সংগ্রহের কাজ চলছে।

যেন এক প্রকার প্রতিযোগিতায় মনে হল, কে কার দিকে সাধারণ পাবলিকদেরকে টানতে পারে, যখন এক পর্যায়ে এদিকে আসেন, এদিকে আসেন বলে নিজের ব্যানারের দিকে নেয়ার চেষ্টা করছিল। এরকম উদাহরণ এই দুই সপ্তাহে আমার অভিজ্ঞতার ভান্ডারে বেশ জমা হয়েছে। তাদের এই জনসেবামূলক কার্যক্রম দেখে আমি যেমন উচ্ছসিত মানুষের জন্য মানুষ কিচু করতে পারা যাচ্ছে আবার কিছুটা সংশয়ও। এই কার্যক্রমে শুভংকর ফাকি নেই তো? কারণ যে ভাবে ছোট বড় ব্যানারে বিভিন্ন বয়সী লোক কাপড়ের ডালা মেলে সাহায্য প্রার্থনা করছে তাতে তাদের যে সংগ্রহ নিজেদের ব্যবস্থাপনাই তো কিছু খরচ হওয়ার কথা, তাই বা সে অংকের হিসাব কম কিসের ! ধরুন, একটি মাঝারি টাইপের প্রতিষ্ঠান যে সাহায্য সংগ্রহ করল তা বণ্যা দুর্গতদের বিলিয়ে দেবার জন্য তাদেরকে তাদের কাছে যেতে হবে, সেখানে নিজস্ব ব্যবস্থাপনাও আছে, এতে যা খরচ হবে তা পুষিয়েই তার বাকী অংশ বণ্যা দুর্গতদের মাঝে বিতরণ করবে। এক্ষেত্রে যে অর্থের ব্যায় হচ্ছে তা সর্বসাকুল্যে একটি মোটা অংকের হিসেব জমতে পারে।

বিষয়টি বিবেচনায় আমার ব্যক্তিগত অভিমত, এ ধরনের সকল প্রতিষ্ঠান একত্রিত হয়ে একটি অভিন্ন অর্থ জমা করে তা বণ্যা দুর্গতদের জন্য বিতরণের ব্যবস্থা করা হলে, প্রত্যেক প্রতিষ্ঠানের পৃথক পৃথক অবাঞ্চিত খরচ গুলোও তাদের মাঝে বিলিয়ে দেয়া যেত । সবাই আলাদা ভাবে অর্থ জমা করুন কিন্তু অর্থগুলো একত্রে সংগ্রহ করে তা বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হলে বিষয়টি আরো সার্থক হবে বলে বিশ্বাস করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।