নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
বর্তমান সরকার ইতোমধ্যে দেশের দুটি প্রধান এবং বড় রাজনৈতিক দলকে দূর্ণীতিপরায়ন দল হিসেবে প্রমাণ করার সুযোগ করে দিয়েছে দলদুটির কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের দূর্ণীতির দায়ে অভিযুক্ত ও শাস্তি প্রদানের মাধ্যমে। প্রমাণের সুবাদে ধন্যবাদ পাবার যোগ্য কিনা সে প্রশ্নে, যারা ধন্যবাদ দিতে চান আর যারা চাননা তাদেরকে নিয়ে দুটি দলও হতে পারে।
আমি খুব সাধারণের সাধারণ একজন, দেশ নিয়ে যতটুকুন ভাবি কিংবা বুঝতে চেষ্টা করি তার মূল্যায়নে এতটুকুন বলতে পারি, যত প্রকারের দূর্ণীতিবাজ ধরে এবংঅবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমাদের সাধারণদের কে বোঝানোর যে প্রক্রিয়া ”আমরাই বেষ্ট” তারপরেও আমরা যে যেরকমই থাকিনা কেন শুধু এতটুকু বলতে চাই “আমাদের বণ্যা দূর্গত মানুষেরা মোটেও ভাল নেই।” তাদের যে অপিরিসীম কষ্ট সেটা ভাষায় বহি:প্রকাশের মত নয়। বাস্তবতা সত্যি কঠিন, নৌকায়, রেললাইনে, স্কুল ঘরে কিংবা আশ্রয় কেন্দ্রে দিনের পর দিন কাটানো, মুখের কথা নয়, আমরা এটির কষ্ট বুঝবনা কারন এসি বাসা থেকে এসি গাড়ী, গাড়ী থেকে এসি অফিস তারা কিভাবে বুঝবে রাত দিন পানির উপরের বসবাসের কি নিদারুন কষ্টটা। দুবেলা দুমুঠো খাবারের অপেক্ষার প্রহর যাদের শেষ হয়না, প্রয়োজনীয় ওষুধের অভাব এসব কষ্ট আমাদের অনুভূতিতে আঘাত করেনা।
আমাদের রাজনৈতিক দলগুলো দূর্ণীতিপরায়ন, কিন্তু এমন পরিস্থিতিতে কি তারা বসে থেকেছেন, ক্রান, সাহায্য নিয়ে যে যার মত ছুটে গিয়েছেন, পাশে গিয়ে স্বান্তনা দিয়েছেন কিন্তু এখন তারা সেই সহানুভূতিটুকুও পাচ্ছেনা। তাহলে বণ্যা দূর্গতদের পূর্বের অবস্থাতো ভালই ছিল।
সবচেয়ে মজার কথা হল, কাল টিভিতে জনৈক এক সাংবাদিক বলছিলেন ৩০কেজি চাল নিয়ে সাহায্যের উদ্দেশ্যে যাওয়াতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এখন প্রশ্ন যেসব সংগঠন একটি ভাল অংকের টাকা নিয়ে সাহায্যের জন্য এগিয়ে এসে যদি প্রশ্নে সম্মুখীন হয় তাহলে কি তারা এগিয়ে আসভে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।