আমাদের কথা খুঁজে নিন

   

কালকের ‘ম্যাডাম’ আজকের ‘ম্যাম’ ! "‘ম্যাডাম’ থেকে ‘ম্যাম’ হওয়ার বিবর্তনের রুপ!"

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

‘ম্যাডাম’ এবং ‘ম্যাম’, দুটি ভিন্ন শব্দ, কিন্তু প্রয়োগের ক্ষেত্র অভিন্ন। আপনি যাকে এক সময় ‘ম্যাডাম’ বলে ডাকতেন সময়ে বিবর্তনে এখন তাকেই আবার ‘ম্যাম’ বলে স্বম্মোধন করছেন। পূর্বে দেখেছি বিভিন্ন অফিসে, কলেজে যে কোন প্রতিষ্ঠানে কর্মরত কর্মজীবি মহিলাকে ‘ম্যাডাম’ বলেই স্বম্মোধন করা হত। আমরা যখন স্কুলে, কলেজে করেছি তখন আমাদের শিক্ষিকাকে ‘ম্যাডাম’ বলেই ডেকেছি, কিন্তু আজকাল আধুনিক যুগের বিশেষ করে শহুরো গোছের ছেলেমেয়েদের মুখে ‘ম্যাডাম’ শব্দটি শোনা যায়না, তার পরিবর্তে ‘ম্যাম’ উচ্চারণ করা হয়। এতে শিক্ষার্থীরাও যেমন স্বাচ্ছন্দবোধ করে, তেমনি শিক্ষিকাও ‘ম্যম’ স্বম্মোধনটিকে তার পছন্দের তালিকায় রেখে দেন।

অফিসে মহিলা বস, আমি যখন জয়েন করেছি তখন ‘ম্যাডাম’ বলেই স্বম্মোধন করতাম, যুগের হাওয়ায় পালে যে দোলা লেগেছে তাতে ‘ম্যাডাম’ শব্দটি যে মানানসই নয়, তা যখন বিভিন্ন আঙ্গিকে বুঝিয়ে দেয়া হল তখন তা বিবর্তনের খাতায় অর্ন্তুভূক্ত করে ততদিনে ‘ম্যাম’-এ পরিণত হয়ে গিয়েছে, আগে যিনি ‘ম্যাডাম’ ছিলেন এখন তিনি আমার ‘ম্যাম’। আজকাল বড় বড় অফিসের ফ্রন্ট ডেষ্ক, কাষ্টমার কেয়ারে বেশ স্মার্ট ছেলেমেয়ারা অফিস পরিচালনা করছে। সেখানে কোন মেয়ে, মহিলা, সোজা কথায় স্ত্রী লিংগের বাচ্চা বয়স বাদ দিয়ে বাকী সব বয়সকে ‘ম্যাম’ বলে স্বম্মোধন করছে। “‘ম্যাম’ আপনার জন্য কি সাহায্য করতে পারি?” কে মুগ্ধ হবেনা, সে বুড়োই হোক আর ছুড়োই হোক। অথচ আগে কি কখনো ‘ম্যাম’ ডাকটি শুনেছে, ‘ম্যাডাম’ বলেই কুল পেতনা ! আমার অফিস মহিলা কলিগকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলাম, - আচ্ছা আপনাকে যদি ‘ম্যাডাম’ অথবা ‘ম্যাম’ বলি কোনটাতে খুশি হবেন? : অবশ্যই ‘ম্যাম’ - কেন, ‘ম্যাডাম’ ডাকলে সমস্যা কোথায়? : ‘ম্যাডাম’ ডাকলে কেমন জানি বয়স হিসেবে ভারীক্কি লাগে, মানে মুরুব্বী মুরুব্বী মনে হয়।

- আর, তাহলে ‘ম্যাম’ ডাকলে ইয়াং ইয়াং লাগে! তাইনা? - ম্যাডামও হেসেছিল, সাথে তার হাসির যোগান দিতে আমিও হেসেছিলাম। এতো রঙ্গ আলাপ। কিন্তু বাস্তবে খেয়াল করে দেখবেন, আমাদের চারপাশ হতে ‘ম্যাডাম’ শব্দটি হারিয়ে যাচ্ছে, যে স্থান দখল করে নিতে যাচ্ছে নতুন আমাদানী শব্দ ‘ম্যাম’ আজকালকার ‘ম্যাডাম’রা ‘ম্যাডাম’ শব্দটির চেয়ে ‘ম্যাম’ শব্দটিতে উপভোগ করেন বেশী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.