আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের ১নং ধনী কার্লোস সেলিম হালুয়া

কল্যাণের কথা বলি, কল্যাণের পথে চলি।

শুক্রবার জুমুআর নামাজ শেষে বাসায় এসে মেইল-বক্স খুলে পেলাম ফরচুন ম্যাগাজিনের আগস্ট ২০, ২০০৭ সংখ্যা। আমি সাবস্ক্রাইবার হবার কারনে নিউজস্ট্যান্ডে আসার আগেই পেয়ে যাই। এর প্রচ্ছদ প্রতিবেদনটি বিশ্বের ১ নম্বর ধনী ব্যক্তি খ্রীস্টান আরব (লেবানীজ) বংশোদ্ভুত মেক্সিকান ব্যবসায়ী কার্লোস সেলিম হালুয়াকে নিয়ে। ভেবেছিলাম তার সম্পর্কে কিছু লিখব।

তখন এক্স-রে করার জন্য রেডিওলজিস্টের কাছে যাওয়ায় আর লিখা হয়নি। এখন বাসায় এসে বাঁধ ভাঙ্গার আওয়াজে ঢুকে দেখি বিশ্বের ধনী ব্যক্তিদের নিয়ে এক পোস্ট। আর ওখানে মিঃ সেলিমের অবস্থান ১ম নয় ৩য়। যাই হোক মিঃ সেলিম ৫৯ বিলিয়ন ডলারের সম্পদের মালিক এবং বিশ্বের ১ নং ধনী। তিনি মূলতঃ টেলিকম ব্যবসায়ী।

কার্লোসের বাবা মেরোনাইট খ্রীস্টান ইউসুফ সেলিম হাদ্দাদ ১৯০২ সালে লেবানন থেকে ১৪ বছর বয়সে পালিয়ে মেক্সিকো আসেন অটোমান সেনাবাহিনীতে বাধ্যতামুলক সার্ভিস [ড্রাফট] এড়াতে। উল্লেখ্য তখন লেবানন ছিল অটোমান সাম্রাজ্যের একটা প্রদেশ। এখানে তিনি তার আরব নাম পরিবর্তন করে হন জুলিয়ান সেলিম (স্লিম)। হাদ্দাদ তার মায়ের পারিবারিক নাম। স্প্যানিশ সিস্টেমে মায়ের সারনেম লিখা হয় বলে তার নামে তা যোগ হয়।

একই ভাবে কার্লোসের নামের শেষের হালুয়া (স্প্যানিশে হেলু) তার মায়ের বংশীয় নাম যা লেবাননের একটা বিখ্যাত গোত্র। মিঃ কার্লোসের উল্লেখযোগ্য কিছু দিক হলোঃ ১. বাবা ছিলেন মেক্সিকো সিটিতে সাধারণ দোকানদার ২. তিনি প্রথম জীবনে ছিলেন অংকের শিক্ষক। ৩. ব্যবসা শুরু করেন রিয়েল এস্টেট দিয়ে। ৪. তিনি বেইসবলের ভক্ত ৫. কখনো কোন কম্পিউটার ব্যবহার করেননা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.